Rebel Shiv Sena MLAs Moves to SC: বিপাকে পড়ে ‘সুপ্রিম’ দরজায় কড়া নাড়ল বিক্ষুদ্ধরা, বিদ্রোহের বড় মাশুল চোকাতে হবে শিন্ডেকে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 27, 2022 | 12:53 PM

Supreme Court: মাথা নত করতে রাজি নয় শিবসেনার বিক্ষুব্ধ শিবিরও। ডেপুটি স্পিকারের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তাঁদের বিধানসভার সদস্যপদ যাতে খারিজ না করা হয়, তার আর্জি জানিয়েছেন তাঁরা।

Rebel Shiv Sena MLAs Moves to SC: বিপাকে পড়ে সুপ্রিম দরজায় কড়া নাড়ল বিক্ষুদ্ধরা, বিদ্রোহের বড় মাশুল চোকাতে হবে শিন্ডেকে?
এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন শিবসেনার বিক্ষুব্ধ শিবির। ছবি:PTI

Follow Us

মুম্বই: ক্ষমতার লড়াই এবার পৌঁছল আদালতেও। শিবসেনার অন্তর্দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে একনাথ শিন্ডের শিবির। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় একনাথ শিন্ডে সহ মোট ১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ করার জন্য নোটিস পাঠিয়েছেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা। আজ, সোমবার সেই আর্জিরই শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে।

বিদ্রোহী শিবিরকে চাপে ফেলতেই ১৬ জন শিবসেনা বিধায়কের সদস্যপদ খারিজ করার আবেদন জানিয়েছিল উদ্ধব ঠাকরের শিবির। সেই আর্জির প্রেক্ষিতেই একনাথ শিন্ডে সহ ১৬ বিধায়ককে নোটিস পাঠিয়েছেন ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে তাদের মুম্বইয়ে উপস্থিত হয়ে জবাবদিহি করার নির্দেশও দেওয়া হয়েছিল।

এদিকে মাথা নত করতে রাজি নয় শিবসেনার বিক্ষুব্ধ শিবিরও। ডেপুটি স্পিকারের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তাঁদের বিধানসভার সদস্যপদ যাতে খারিজ না করা হয়, তার আর্জি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে একনাথ শিন্ডের বদলে অজয় চৌধুরিকে বিধানসভায় শিবসেনার দলনেতা হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই আবেদনের ভিত্তিতেই আজ সুপ্রিম কোর্ট শুনানি হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বিধায়কদের সদস্যপদ বাতিলের নোটিস পাঠানোর পরই দুই নির্দল বিধায়ক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাবও খারিজ করে দেওয়া হয়েছিল। এই অনাস্থা প্রস্তাব খারিজ নিয়েও সুপ্রিম কোর্টে যাচ্ছেন বিক্ষুব্ধ বিধায়করা, এমনটাই জানা গিয়েছে। বিক্ষুব্ধ বিধায়করা সুপ্রিম কোর্টে পাঠানো আর্জিতে জানিয়েছেন, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া অবধি যেন তিনি বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ না করেন। বিধায়কদের পরিবারের জন্য নিরাপত্তার আর্জিও জানানো হয়েছে।

শিবসেনার বিধায়কদের সদস্যপদ বাতিলের আর্জি জানানোর পরই বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিলেন, বিধানসভার অধিবেশনে যোগ না দিলে, এই নোটিস পাঠানো যায়। দলীয় বৈঠকে যোগ না দেওয়ার জন্য কখনওই সদস্যপদ খারিদ করা যায় না। আইন অনুযায়ী,দলের তরফেই যেহেতু বিক্ষুব্ধ বিধায়কদের সদস্যপদ খারিজের আর্জি জানানো হয়েছে, তাই তারা যদি অন্য কোনও দলের সঙ্গে হাত না মেলায়, তবে তাদের সদস্যপদ খারিজ করে দেওয়া হবে। একনাথ শিন্ডে, গুলাবরাও পাটিল ও দাদা ভুসের মতো বিদ্রোহী নেতারা নিজেদের মন্ত্রিত্বও খোয়াতে পারেন বলেই শিবসেনা সূত্রে খবর।

 

Next Article