নয়া দিল্লি: বেনামি আবেদন মামলায় রাজ্যের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। শিক্ষাসচিব মণীশ জৈনের হাজিরার নির্দেশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। অর্থাৎ এখনই মণীশ জৈনকে হাইকোর্টে হাজিরা দিতে হচ্ছে না।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন শূন্যপদে ‘বেনামি’ আবেদনের কৈফিয়ত তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ইমেল মারফত হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে আবেদন করে রাজ্য। সেই আবেদন গ্রাহ্য হয়। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে। অর্থাৎ সেখানেও ধাক্কা খায় রাজ্য। এরপর রাজ্য শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রচুর অযোগ্য প্রার্থীর চাকরি গিয়েছে ইতিমধ্যেই। এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছিল, যাতে শূন্যপদে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আবেদনে তো সাড়া দেননি, বরং হলফনামা তলব করেন। তখন এসএসসি-র তরফে বলা হয়, এই সুপারিশ তাদের নয়। রাজ্যের তরফে। তাহলে কার সুপারিশে অযোগ্য প্রার্থীদের নিয়োগের আর্জি করা হয়েছে, সেই কৈফিয়ত পেতে রাজ্যের শিক্ষাসচিবকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবারই আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল প্রিন্সিপ্যাল সেক্রেটারির। যদিও হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।