Monsoon Weather Update: প্রবল বৃষ্টি ভাসাবে আগামী ৫ দিন, একাধিক জেলায় লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 10, 2022 | 1:22 PM

Monsoon Weather Update: বিগত কয়েকদিন ধরেই একটানা ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বই সহ আশেপাশের এলাকায় হাঁটু থেকে কোমর সমান জল জমে গিয়েছে।

Monsoon Weather Update: প্রবল বৃষ্টি ভাসাবে আগামী ৫ দিন, একাধিক জেলায় লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের
ভারী বৃষ্টিতে বাড়তে পারে জল-যন্ত্রণা। ছবি:PTI

Follow Us

মুম্বই: মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার কোনও নাম নেই। এদিকে, বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, ততই বিপদ বাড়ছে মহারাষ্ট্র, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে। চলতি সপ্তাহের সোমবার থেকে একটানা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের কমপক্ষে ১৩০টি গ্রাম বিপর্যস্ত হয়েছে। ১২৮টি গ্রামের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ভারতেও। কর্নাটক ও তেলঙ্গানায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য ও দক্ষিণ ভারতে আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে। শনিবারও বিক্ষিপ্তভাবে প্রবল বর্ষণ হয়েছে তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাটে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের পূর্ব অংশ, ওড়িশা, গোয়া, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, কেরল ও কর্নাটকেও। আজ ভারী বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

বিগত কয়েকদিন ধরেই একটানা ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বই সহ আশেপাশের এলাকায় হাঁটু থেকে কোমর সমান জল জমে গিয়েছে। বিপর্যস্ত হয়েছে সড়ক ও রেল পরিষেবাও। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলাতে ১২৮টি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হিঙ্গোলি ও নান্দেদ জেলাতেও ভারী বৃষ্টির প্রভাবে ধস নেমেছে। উদ্ধারকাজের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানো হয়েছে। আগামী তিনদিনের জন্য রাজ্যের একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, লাল সতর্কতা জারি করা হয়েছে তেলঙ্গানাতেও। সেখানে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লী, নিজ়ামাবাদ ও রাজন্না জেলায়। একাধিক জায়গায় হড়পা বানও নেমেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাধারণ মানুষের কাছে বলেছেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে বের না হন। বন্যার জল থেকে সুরক্ষিত থাকার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন তিনি।

দেশের উত্তরেও একটানা বৃষ্টির জেরে পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার বিকেলে হড়পা বান নামে হিমাচল প্রদেশের কুলু ও চাম্বায়। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। অমরনাথেও জারি রয়েছে উদ্ধারকাজ। মেঘভাঙা বৃষ্টিতে এখনও অবধি মোট ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন।

Next Article