Mumbai Rain: থমকে বাস-গাড়ি, কোমর সমান জলেই চলছে রুজিরুটির খোঁজ! আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে বিপদ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 08, 2022 | 8:29 AM

Mumbai Rain: বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সমুদ্রে সৈকতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে যাতে কেউ ডুবে না যায়, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আপাতত সমুদ্র সৈকতগুলি কেবল ভোর ৬টা থেকে সকাল ১০টা অবধি খোলা থাকবে বলেই জানানো হয়েছে।

Mumbai Rain: থমকে বাস-গাড়ি, কোমর সমান জলেই চলছে রুজিরুটির খোঁজ! আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে বিপদ
জমা জলেই দিন গুজরান মুম্বইবাসীর। ছবি:PTI

Follow Us

মুম্বই: হাঁটু জল এবার পৌঁছেছে কোমর অবধি জলে। ভারী বৃষ্টিতেই আপাতত ভাসছে বাণিজ্যনগরী সহ গোটা মহারাষ্ট্র। এদিকে, লাগাতার বৃষ্টি থেকে এখনই নিস্তার মিলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অতি ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়।

চলতি সপ্তাহের সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রে। সেই বৃষ্টি থেকে এখনও অবধি নিস্তার মেলেনি। লাগাতার বৃষ্টির জেরে মুম্বই সহ একাধিক জেলায় ধস নেমেছে, কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র ও কোঙ্কন উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মুম্বই, থাণে, পালঘর, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে। ইতিমধ্যেই মুম্বই ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সমুদ্রে সৈকতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে দিনগুলিতে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেই দিনগুলিতে সমুদ্র সৈকতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে যাতে কেউ ডুবে না যায়, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আপাতত সমুদ্র সৈকতগুলি কেবল ভোর ৬টা থেকে সকাল ১০টা অবধি খোলা থাকবে বলেই জানানো হয়েছে।

বিগত চারদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় গোটা মুম্বই জলমগ্ন হয়ে পড়েছে। এরফলে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। দক্ষিণ মুম্বইয়ে গত বৃহস্পতিবার ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, অন্যদিকে পূর্ব ও পশ্চিম অংশেও যথাক্রমে ১০৯ মিলিমিটার ও ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল মুম্বইয়ের লোকাল রেল পরিষেবাও বিপর্যস্ত হয়েছে টানা বৃষ্টির জেরে। যাত্রীরা জানিয়েছেন, অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে যাওয়ায় ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং বৃষ্টির জেরে ট্রেনও দেরীতে চলছে।

মুম্বই-গোয়া জাতীয় সড়কেও ব্যাপক যানজট হয়েছে পরশুরাম ঘাটের কাছে ধস নামার জেরে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে রাস্তা সাফ করার কাজ শুরু হয়েছে। আগামী দুইদিন ওই রাস্তা বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে।

Next Article