Republic Day 2023 Live Updates: বাংলার ট্যাবলোয় দুর্গা দালান, নারীশক্তিকে তুলে ধরল কেরলের ট্যাবলো

| Edited By: | Updated on: Jan 26, 2023 | 3:20 PM

Republic Day Celebration Live: এই প্রথমবার কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে। প্রায় ৬৫ হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

Republic Day 2023 Live Updates: বাংলার ট্যাবলোয় দুর্গা দালান, নারীশক্তিকে তুলে ধরল কেরলের ট্যাবলো
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি:PTI

আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রতিবারের মতো এবারও রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। এ দিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসি। এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বিশেষ উল্লেখযোগ্য,কারণ এই প্রথমবার কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে। প্রায় ৬৫ হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছো প্রায় ৬ হাজার ভারতীয় সেনাবাহিনী, এর মধ্যে প্যারামিলিটারি বাহিনী, এনএসজি-ও রয়েছে। আলাদাভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশও। ১৫০টি সিসিটিভি বসানো হয়েছে কর্তব্যপথে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Jan 2023 12:38 PM (IST)

    তাজিকিস্তানের দুশানবে-তে প্রজাতন্ত্র দিবস

    তাজিকিস্তানের দুশানবে-তে ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস উদযাপন। জাতীয় পতাকা উন্মোচন করেন ভারতীয় রাষ্ট্রদূত বিরাজ সিং।

  • 26 Jan 2023 12:35 PM (IST)

    বঙ্গে পতাকা উন্মোচন করলেন রাজ্যপাল সিভি বোস

    কলকাতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পতাকা উন্মোচন করলেন রাজ্যপাল সিভি বোস

  • 26 Jan 2023 12:30 PM (IST)

    রাষ্ট্রপতির দেহরক্ষীদের প্রহরায় কর্তব্য পথ থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা এল-সিসি।

  • 26 Jan 2023 12:26 PM (IST)

    শেষ কুচকাওয়াজ

    জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ

  • 26 Jan 2023 12:16 PM (IST)

    পতাকা তুললেন প্রাক্তন রাষ্ট্রপতি

    নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

  • 26 Jan 2023 12:15 PM (IST)

    আকাশে কুচকাওয়াজ

    কুচকাওয়াজে অংশ নিল আইএএফ-এর ৪৫টি বিমান। এছাড়া ভারতীয় নৌবাহিনীর একটি এবং ভারতীয় সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার।

  • 26 Jan 2023 12:02 PM (IST)

    ৯টি বাইকে 'মানব পিরামিড'

  • 26 Jan 2023 12:01 PM (IST)

    বাইকের স্টান্ট

  • 26 Jan 2023 11:56 AM (IST)

    মোটরসাইকেলে স্টান্ট ডেয়ার ডেভিলদের

  • 26 Jan 2023 11:54 AM (IST)

    হরিয়ানার ট্যাবলোয় জায়গা পেল ভগবত গীতা

  • 26 Jan 2023 11:54 AM (IST)

    কর্নাটকের ট্য়াবলো দেখাল তিন নারীর সাফল্য

  • 26 Jan 2023 11:53 AM (IST)

    উত্তর প্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হল দীপোৎসব

  • 26 Jan 2023 11:50 AM (IST)

    পশ্চিমবঙ্গের ট্যাবলো তুলে ধরল দুর্গা পুজো

  • 26 Jan 2023 11:49 AM (IST)

    কেরলের ট্যাবলোয় তুলে ধরা হল নারীশক্তি ও ক্ষমতায়ন

  • 26 Jan 2023 11:48 AM (IST)

    জম্মু-কাশ্মীরের ট্যাবলোয় অমরনাথ মন্দির, টিউলিপ গার্ডেন

    জম্মু-কাশ্মীরের ট্যাবলোয় অমরনাথ মন্দির, টিউলিপ গার্ডেন।

  • 26 Jan 2023 11:46 AM (IST)

    ঝাড়খণ্ডের ট্যাবলোয় বৈদ্যনাথের মন্দির

    ঝাড়খণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হল দেওঘরের বৈদ্যনাথ মন্দির। বীরসা মুন্ডার প্রতিকৃতিও তুলে ধরা হয় ঝাড়খণ্ডের ট্যাবলোয়।

  • 26 Jan 2023 11:37 AM (IST)

    অরুণাচল প্রদেশের ট্যাবলোতেও তুলে ধরা হল পর্যটন শিল্পকে

  • 26 Jan 2023 11:36 AM (IST)

    ত্রিপুরার ট্যাবলোয় তুলে ধরা হল মহা মুনী বুদ্ধ মন্দির

    ত্রিপুরার ট্যাবলোয় জৈব চাষ, পর্যটন শিল্পকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তুলে ধরা হল মহা মুনী বুদ্ধ মন্দিরও।

  • 26 Jan 2023 11:33 AM (IST)

    গুজরাটের ট্যাবলোয় তুলে ধরা হল 'ক্লিন-গ্রিন এনার্জি'

  • 26 Jan 2023 11:33 AM (IST)

    লাদাখের ট্যাবলোয় উঠে আসল পর্যটন

  • 26 Jan 2023 11:31 AM (IST)

    উত্তরাখণ্ডের ট্যাবলো তুলে ধরল জিম করবেট ন্যাশনাল পার্ক

    উত্তরাখণ্ডের ট্যাবলো তুলে ধরল জিম করবেট ন্যাশনাল পার্ক ও আলমোরার জগেশ্বর ধাম।

  • 26 Jan 2023 11:30 AM (IST)

    কামাক্ষ্যা মন্দির ফুটে উঠল অসমের ট্যাবলোয়

  • 26 Jan 2023 11:29 AM (IST)

    অন্ধ্র প্রদেশের ট্যাবলোয় উঠে এল মকর সংক্রান্তি

  • 26 Jan 2023 11:28 AM (IST)

    এনসিসির মার্চ পাস্ট

  • 26 Jan 2023 11:28 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিএসএফের রিগাল ক্যামেল

  • 26 Jan 2023 11:20 AM (IST)

    আধা সামরিক বাহিনীর কুচকাওয়াজ

  • 26 Jan 2023 10:59 AM (IST)

    মার্চ পাস্টে ভারতীয় সেনার অশ্বারোহী বাহিনী

    মার্চ পাস্টে ভারতীয় সেনার অশ্বারোহী বাহিনী। মার্চ পাস্টে অশ্বারহী বাহিনীর ৬১ ক্যাভালরি। অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ক্যাপ্টেন রাইজাদা শৌর্য বালি।

  • 26 Jan 2023 10:55 AM (IST)

    নৌবাহিনীর কুচকাওয়াজ, অভিবাদন জানালেন রাষ্ট্রপতি

    স্থল বাহিনীর পর এবার নৌবাহিনীর কুচকাওয়াজ শুরু হল কর্তব্যপথে। অভিবাদন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 26 Jan 2023 10:55 AM (IST)

    মার্চপাস্ট

  • 26 Jan 2023 10:53 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রাহ্মোস মিসাইল প্রদর্শনী

  • 26 Jan 2023 10:53 AM (IST)

    মার্চ পাস্টে সংযুক্ত সেনা ব্যান্ড

  • 26 Jan 2023 10:51 AM (IST)

    লাদাখ স্কাউট রেজিমেন্টের কুচকাওয়াজ

  • 26 Jan 2023 10:50 AM (IST)

    রাষ্ট্রপতিকে স্যালুট লেফটেন্যান্ট সিদ্ধার্থ ত্য়াগীর

  • 26 Jan 2023 10:48 AM (IST)

    ৭৫ সশস্ত্র রেজিমেন্টের কুচকাওয়াজ

  • 26 Jan 2023 10:42 AM (IST)

    মিশরীয় সেনার কুচকাওয়াজ

    দিল্লির কর্তব্য়পথে মিশরীয় সেনার কুচকাওয়াজ।

  • 26 Jan 2023 10:41 AM (IST)

    পরমবীর চক্র ও অশোক চক্র বিজেতাদের নেতৃত্বে শুরু কুচকাওয়াজ

  • 26 Jan 2023 10:40 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মিশরীয় সেনা

    এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিল মিশরীয় সেনা।  প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে প্রথমবার মিশরীয় সেনা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সেনাবাহিনী মিশরীয় সেনা। সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন কর্নেল এমএম আবদেল ফাতেহ এল খারাশোয়ি। মার্চ পাস্টে সামিল ১৪৪ জন মিশরীয় সেনা।

  • 26 Jan 2023 10:38 AM (IST)

    ২১টি তোপধ্বনিতে শুরু হল কুচকাওয়াজ

    ২১টি তোপধ্বনিতে শুরু হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। দর্শকাসনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল সিসি।

  • 26 Jan 2023 10:36 AM (IST)

    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন মিশরের প্রেসিডেন্ট

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কর্তব্যপথে এলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল সিসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে দেখা করলেন এবং হাত মেলালেন মিশরের প্রেসিডেন্ট।

  • 26 Jan 2023 10:31 AM (IST)

    কর্তব্য়পথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    দিল্লির কর্তব্যপথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 26 Jan 2023 10:23 AM (IST)

    রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

    রাজ্যেও আয়োজন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের। সকাল ১০টা নাগাদ রেড রোডে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করেন মুখ্যমন্ত্রী।

  • 26 Jan 2023 10:20 AM (IST)

    কর্তব্যপথে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই তিনি রাইসিন হিলস থেকে রওনা দিয়েছেন। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল সিসি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি।

  • 26 Jan 2023 10:17 AM (IST)

    ডিজিটাল ভিজিটর বুকে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

  • 26 Jan 2023 10:17 AM (IST)

    ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী

    ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের সৌধে পুস্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ডিজিটাল লগ বুকে স্বাক্ষরও করলেন প্রধানমন্ত্রী।

  • 26 Jan 2023 10:13 AM (IST)

    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এলেন প্রধানমন্ত্রী মোদী

    রাজধানীতে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রথমেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেশের শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

  • 26 Jan 2023 10:09 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হরিয়ানার মুখ্যমন্ত্রী

    হরিয়ানার যমুনা নগরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

  • 26 Jan 2023 09:56 AM (IST)

    পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী

    নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী।

  • 26 Jan 2023 09:53 AM (IST)

    শ্রীনগরে উত্তোলন করা হল জাতীয় পতাকা

    জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লাল চকে উত্তোলন করা হল জাতীয় পতাকা।

  • 26 Jan 2023 09:49 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের উদযাপনে সামিল লোকসভার স্পিকারও

    এ দিন দিল্লিতে নিজের বাসভবনে তিরঙ্গা উত্তোলন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

  • 26 Jan 2023 09:48 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজনাথ সিং

    প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

  • 26 Jan 2023 09:18 AM (IST)

    পতাকা উত্তোলন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

    মুম্বইয়ে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

  • 26 Jan 2023 09:16 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

    বাকি রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে রাজ্যপালরা জাতীয় পতাকা উত্তোলন করলেও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এড়িয়ে গেলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

  • 26 Jan 2023 09:14 AM (IST)

    ওড়িশায় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল

    প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন ওড়িশার রাজ্যপাল গনেশি লাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও।

  • 26 Jan 2023 09:12 AM (IST)

    কেরলেও শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

  • 26 Jan 2023 09:11 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

    টুইটে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 26 Jan 2023 08:15 AM (IST)

    চেন্নাইয়ে শুরু কুচকাওয়াজ

  • 26 Jan 2023 08:14 AM (IST)

    তামিলনাড়ুতে শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

    প্রজাতন্ত্র দিবসে চেন্নাইয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন তামিলনা়ড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিনও।

  • 26 Jan 2023 08:11 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সম্মানিত গোল্ডেন গ্লোব জয়ী গীতিকার এমএম কীরাভানি

  • 26 Jan 2023 08:09 AM (IST)

    পতাকা উত্তোলন করলেন তেলঙ্গানার রাজ্যপাল

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করলেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দারাজন।

  • 26 Jan 2023 08:07 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন অশোক গেহলট

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ দিন সকালে জয়পুরে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

  • 26 Jan 2023 08:06 AM (IST)

    কর্তব্যপথে প্রথম কুচকাওয়াজ

    এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম বিশেষত্ব হল এই প্রথম কর্তব্যপথে কুচকাওয়াজ হবে।

Published On - Jan 26,2023 8:04 AM

Follow Us: