Republic Day 2023: মাথায় বহুবর্ণ রাজস্থানী পাগড়ি, প্রধানমন্ত্রী মোদীর পোশাকেই ফুটে উঠল ভারতের বৈচিত্র, দেখুন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 26, 2023 | 1:50 PM

PM Modi's turban on Republic Day 2023: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই নিজের পোশাকের মাধ্যমে ভারতের বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪তম প্রজাতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না।

1 / 8
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই নিজের পোশাকের মাধ্যমে ভারতের বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪তম প্রজাতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই নিজের পোশাকের মাধ্যমে ভারতের বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪তম প্রজাতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না।

2 / 8
এদিন তাঁকে দেখা গেল একটি বহু বর্ণের রাজস্থানী পাগড়িতে। ভারতের বৈচিত্রের প্রতীক হিসেবেই তিনি এই পাগড়ি পরেন। বসন্ত পঞ্চমীর দিন, তাঁর পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য।

এদিন তাঁকে দেখা গেল একটি বহু বর্ণের রাজস্থানী পাগড়িতে। ভারতের বৈচিত্রের প্রতীক হিসেবেই তিনি এই পাগড়ি পরেন। বসন্ত পঞ্চমীর দিন, তাঁর পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য।

3 / 8
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আসেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই প্রথমবার প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ পোশাকে দেখা যায়। ওই রাজস্থানী পাগড়ির সঙ্গে তিনি পরেছিলেন সাদা কুর্তা, কালো কোট এবং সাদা প্যান্ট। আর সঙ্গে ছিল একটি সাদা উত্তরীয়।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আসেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই প্রথমবার প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ পোশাকে দেখা যায়। ওই রাজস্থানী পাগড়ির সঙ্গে তিনি পরেছিলেন সাদা কুর্তা, কালো কোট এবং সাদা প্যান্ট। আর সঙ্গে ছিল একটি সাদা উত্তরীয়।

4 / 8
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে একটি পুষপ্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। নিহত বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়েই শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে একটি পুষপ্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। নিহত বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়েই শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন।

5 / 8
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6 / 8
দিনের শুরুতে টুইট করে সকল ভারতীয়কে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "আজাদির অমৃত মহোৎসবের সময়ে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি। তাই এই বছরের প্রজানতন্ত্র দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে পারব।"

দিনের শুরুতে টুইট করে সকল ভারতীয়কে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "আজাদির অমৃত মহোৎসবের সময়ে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি। তাই এই বছরের প্রজানতন্ত্র দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে পারব।"

7 / 8
গত বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি। তার গায়ে ছিল ব্রহ্মকমলের ব্রোচ। ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় ফুল। কেদারনাথে পুজো দিতে গেলে, ব্রহ্মকমল ফুল দিয়েই অর্ঘ দেন প্রধানমন্ত্রী।

গত বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি। তার গায়ে ছিল ব্রহ্মকমলের ব্রোচ। ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় ফুল। কেদারনাথে পুজো দিতে গেলে, ব্রহ্মকমল ফুল দিয়েই অর্ঘ দেন প্রধানমন্ত্রী।

8 / 8
এদিন কর্তব্যপথে জাতীয় পতাকা উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কর্তব্যপথে। প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল আল ফাতা-সিসি।

এদিন কর্তব্যপথে জাতীয় পতাকা উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কর্তব্যপথে। প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল আল ফাতা-সিসি।

Next Photo Gallery