শ্রীনগর: ভোরের আলো ফুটতে না ফুটতেই জোর কদমে শুরু হল উদ্ধারকাজ। শুক্রবার বিকেলে অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে যে বিপর্যয় নামে, তাতে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ কমপক্ষে ৪০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকেল থেকেই উদ্ধারকাজ শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতভর উদ্ধারকাজ চলার পর এ দিন সকালে ফের নতুন করে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এখনও অবধি ১৫ হাজার পুণ্যার্থীকে সুরক্ষিতভাবে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
এদিন সকালেই সেনা বাহিনীর তরফে জানানো হয়, গতকাল রাত সাড়ে ৩টে অবধি উদ্ধারকাজ চালানো হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়। সকালেই ধসে যাওয়া মাটির নীচ থেকে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল, ডগ স্কোয়াড ও ওয়াল র্যাডারের সাহায্যে উদ্ধারকাজ চালাচ্ছে। ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীর তরফে চিকিৎসক ও সাহায্যকারী দল পাঠানো হয়েছে। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে সেনাবাহিনীর কপ্টারে সমতলে নামিয়ে আনা হয়েছে। বিএসএফের এম-১৭ কপ্টার পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে আনার জন্য। যে দেহগুলি উদ্ধার করা হয়েছে, সেগুলিকেও এই কপ্টারে করেই শ্রীনগরের বিএসএফ ক্যাম্পে ফিরিয়ে আনা হবে। সেখান থেকে দেহ চিহ্নিতকরণের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
নীলগ্রন্থ হেলি অঞ্চলে বিএসএফের একটি দল মোতায়েন রয়েছেন। সেখানে আগত যাত্রীদের সেবা-শুশ্রষা করা হচ্ছে। পঞ্চতারিনি ক্যাম্পে গতকাল রাতে ১৫০ জন পুণ্যার্থী আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। বায়ুসেনার তরফেও জানানো হয়েছে, সকাল থেকেই এম-১৭ হেলিকপ্টারটি টেক-অফের জন্য প্রস্তুত থাকলেও, শ্রীনগর ও আশেপাশের অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে তা টেক অফ করতে পারছে না। ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ সেনাবাহিনীর প্রথম কপ্টারটি অবকরণ করে। সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ দ্বিতীয় কপ্টারটি গিয়ে পৌছেছে। সকাল থেকে এখনও অবধি মোট ১১ জন আহত যাত্রীকে নীলগড় হেলিপ্যাড থেকে উদ্ধার করে শ্রীনগরে নিয়ে আসা হয়েছে।
ধসের জায়গা থেকে এখনও অবধি ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭জন মহিলা ও ৬জন পুরুষ রয়েছেন। বাকি দুটি দেহ উদ্ধারের খবর মিললেও, তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মেঘ ভাঙা বৃষ্টি ও ধসে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-তে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ সকালে আবহাওয়া মোটামুটি অনুকূলই রয়েছে। তবে সকাল সাড়ে ৯টা অবধি হালকা বৃষ্টিপাত হয়েছে। ফের মেঘ ভাঙা বৃষ্টি নামার আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে সতর্কতাবশে আপাতত অমরনাথ যাত্রা অনির্দিষ্ট সময়ের জন্য় স্থগিত রাখা হয়েছে।