নয়া দিল্লি: আজ ফের আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে শুনানি। আগের শুনানিতে রাজ্যের উদ্দেশে একাধিক প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। মঙ্গলবারের শুনানিতে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে। হলফনামা আকারে জমা দেওয়ার কথা সেই সব উত্তর। এরই মধ্যে আরজি করের ধর্ষণ-খুন মামলায় চার্জ গঠন হয়েছে। তাই এদিনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগকারী কে, কোন আইনে নিয়োগ হয়, মোট কত সিভিক ভলান্টিয়ার আছে রাজ্যে, কোথায় কোথায় তাদের নিয়োগ করা হয়েছে, কীভাবে তাদের পরিচয় খতিয়ে দেখা হয়, এই সব প্রশ্নের উত্তর হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে।
মঙ্গলবার দুপুর ৩টেয় এই মামলার শুনানি রয়েছে। আর কয়েকদিন পরই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। তার আগে এই মামলায় শীর্ষ আদালত কী বলে, কোন দিকে গুরুত্ব দেয়, সেদিকে তাকিয়ে আছে সব মহল।
উল্লেখ্য, সোমবারই আরজি কর মামলায় চার্জ গঠন হয়েছে। এরপর আদালত থেকে বেরিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দাবি করেন, তিনি নির্দোষ। এতদিন ধরে তাঁকে নাকি চুপ করে থাকতে বলেছিল তাঁর ‘ডিপার্টমেন্ট’। শুধু তাই নয়, তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।