Sandip Ghosh: ‘আমার কথা শোনা হয়নি’, এবার সুপ্রিম কোর্টের দরজায় সন্দীপ ঘোষ

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 04, 2024 | 6:10 PM

Sandip Ghosh: দীর্ঘদিন ধরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি আরজি করে চিকিৎসকের মৃত্যুর পর আবারও সে সব অভিযোগ সামনে আসে। এরপরই সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

Sandip Ghosh: আমার কথা শোনা হয়নি, এবার সুপ্রিম কোর্টের দরজায় সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষ।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: একদিকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার বিচারের অপেক্ষায় রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। আর এবার তিনি আর্জি জানালেন সুপ্রিম কোর্ট। আগামী ৬ সেপ্টেম্বর রয়েছে শুনানি।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে। হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে মৃতদেহের দেহ নিয়েও ব্যবসার অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। গত ৯ আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর নতুন করে সেই সব অভিযোগ সামনে আসে। ঘটনার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেও বিতর্ক কিছু ছাড়ে না সন্দীপ ঘোষের। নতুন করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

এবার সুপ্রিম কোর্টের করা আবেদনে সন্দীপ ঘোষ দাবি করলেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তার কোনও কথা শোনা হয়নি। তার আরও দাবি, হাসপাতালের ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে বিশেষ মন্তব্য করেছে হাইকোর্ট। এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর সেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

প্রায় ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর কত সোমবার গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ কে। সন্দীপ ঘনিষ্ঠ আরও তিন ব্যক্তিকেও গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তাঁরা।

Next Article