AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest & Poorest CM: দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে তথ্য, কত সম্পত্তি রয়েছে তাঁর?

Chief Ministers of India: নির্বাচনী হলফনামা অনুযায়ী, বর্তমানে দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। 

Richest & Poorest CM: দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে তথ্য, কত সম্পত্তি রয়েছে তাঁর?
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI
| Updated on: Aug 24, 2025 | 12:21 PM
Share

নয়া দিল্লি: দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? সবথেকে গরিব মুখ্যমন্ত্রীই বা কে? তথ্য জানলে অবাক হয়ে যাবেন। নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব-নিকেশ তুলে ধরেছে।

এডিআরের তথ্য অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ১৬৩২ কোটি টাকা। সেই হিসাবে গড়ে মুখ্যমন্ত্রী পিছু সম্পত্তির পরিমাণ ৫৪.৪২ কোটি টাকা। তবে এর মধ্যে মাত্র দুইজন মুখ্যমন্ত্রীর সম্পত্তি ১০০ কোটিরও বেশি।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বর্তমানে দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।  দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ১৬৭ কোটি টাকা। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫১ কোটি টাকা।

অন্যদিকে, দেশের মধ্যে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫.৩৮ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর নামে নেই কোনও স্থাবর সম্পত্তি। ২০২১ সালে জমা দেওয়া হলফনামায় তিনি এই সম্পত্তির হিসাব দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগেই নাম রয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১.৮ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৬.৯৫ লক্ষ টাকা।