Rishabh Pant: রাতেই প্লাস্টিক সার্জারি হল মুখে, কী পাওয়া গেল ঋষভ পন্থের MRI রিপোর্টে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 31, 2022 | 11:37 AM

Rishabh Pant Health Update: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঋষভ পন্থের মস্তিষ্কের ও শিরদাঁড়ার এমআরআই করানো হয়। তার রিপোর্ট নর্মাল এসেছে। তাঁর মুখের প্লাস্টিক সার্জারি করানো হয়েছে।

Rishabh Pant: রাতেই প্লাস্টিক সার্জারি হল মুখে, কী পাওয়া গেল ঋষভ পন্থের MRI রিপোর্টে?
হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: বাড়ি ফিরছিলেন মাকে সারপ্রাইজ দিতে। মাঝপথেই ঘটল দুর্ঘটনা। ভয়াবহ বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে ফেরার পথে দুর্ঘটনার  (Road Accident) মুখে পড়েন পন্থ, গুরুতর আঘাত লাগে তাঁর মাথা, পিঠ ও পায়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকালই জানানো হয়েছিল, প্লাস্টিক সার্জারি করা হবে ঋষভ পন্থের। রাতে চিকিৎসকরা জানান, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ঋষভ পন্থের। তাঁর মস্তিষ্ক ও শিরদাঁড়ার এমআরআই রিপোর্টও  (MRI Report) স্বাভাবিক এসেছে বলেই জানা গিয়েছে।

শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রুরকি ফেরার পথে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। আগুনও ধরে যায় গাড়িতে। তবে ঠিক তার আগেই ঘটনাস্থলে উপস্থিত লোকজনেরা গাড়ি থেকে বের করে আনেন ঋষভ পন্থকে। বর্তমানে তিনি দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঋষভ পন্থের মস্তিষ্কের ও শিরদাঁড়ার এমআরআই করানো হয়। তার রিপোর্ট নর্মাল এসেছে। তাঁর মুখের প্ল্যাস্টিক সার্জারি করানো হয়েছে। আজ, শনিবার ঋষভের পায়ের গোড়ালি ও হাঁটুর এমআরআই করানো হবে। গোড়ালি ও হাঁটুতে গুরুতর চোট লেগেছে, জায়গাগুলি ফুলে গিয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ, ঋষভ পন্থের ডান হাঁটুতে আঘাত লেগেছে। লিগামেন্টে গুরুতর আঘাত লেগেছে। গোড়ালির লিগামেন্টেও চোট লেগেছে। হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, হাসপাতালে যখন আনা হয়েছিল, তখন চৈতন্যহীন ছিলেন পন্থ। তবে কিছুক্ষন পরেই তাঁর জ্ঞান ফেরে। বর্তমানে ঋষভ পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিসিসিআই-র তরফেও জানানো হয়েছে, ঋষভ পন্থের কপালে দুটি ক্ষত রয়েছে। তাঁর হাঁটুর লিগামেন্টও ছিড়ে গিয়েছে। পায়ের গোড়ালি, পায়ের পাতা ও হাতেও আঘাত লেগেছে। পিঠ অনেকটা ছড়ে গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Next Article