নয়া দিল্লি: জমির বদলে চাকরি দুর্নীতিতে প্রবল চাপে যাদব পরিবার। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব(Tejashwi Yadav)-কে ফের সমন পাঠাল সিবিআই (CBI)। শনিবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বিহারের জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব করা হল তেজস্বী যাদবকে। বৃহস্পতিবারই তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। এরপরে আজ সমন পাঠানো হল বিহারের উপমুখ্যমন্ত্রীকে। এর আগে গত ৪ মার্চ সিবিআই জমির বদলে চাকরির দুর্নীতি (Land For Job Scam) মামলায় জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়য় হাজিরা দেননি তেজস্বী। আজ ফের দুপুরের মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে হওয়া এই দুর্নীতির তদন্তই নতুন করে শুরু করেছে সিবিআই-ইডি। বিগত এক সপ্তাহ ধরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল তেজস্বী যাদবের দিল্লির বাড়িতেও হানা দেয় ইডি। গোটা দুর্নীতি মামলার তদন্তেই অস্বস্তি বাড়ছে আরজেডি দলের।
জানা গিয়েছে, সিবিআইয়ের পাঠানো সমনে আজ, শনিবারই দুপুরের মধ্যে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তেজস্বী যাদব আজ হাজিরা দেবেন কি না, তা এখনও অবধি জানা যায়নি।
গতকাল, ১০ মার্চ তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ৮টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। ঘণ্টাখানেক ধরে তল্লাশি চলে। তবে তেজস্বীর বাড়ি থেকে দুর্নীতি সংক্রান্ত কোনও নথি পাওয়া গিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী, ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে এই দুর্নীতি হয়। ভারতীয় রেলওয়ের অধীনে থাকা পুরী ও রাঁচীর হোটেল প্রথমে আইআরসিটিসির হাতে তুলে দেওয়া হলেও, পরে তা পটনার সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়। পরে তদন্তে নেমে জানা যায়, জলের দরে বা উপহার হিসাবে জমি দেওয়ার পরিবর্তে ভারতীয় রেলওয়েতে চাকরির সুযোগ দেওয়া হত। যাদব পরিবার ও তাদের ঘনিষ্ঠরাই এই দুর্নীতিতে উপকৃত হয়েছিলেন। সিবিআইয়ের চার্জশিটে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। আগামী ১৫ মার্চ চার্জশিটে উল্লেখ করা সমস্ত ব্যক্তিদের হাজিরা দিতে বলা হয়েছে।