Robert Vadra: বিপাকে রবার্ট বঢ়রা, প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক ইডি
Robert Vadra: ইডির আরও অভিযোগ, জমির মিউটেশন প্রক্রিয়া পরদিনই সম্পন্ন করা হয়। অথচ মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস লাগে। এরপর ফেব্রুয়ারি কেনা জমি জুন মাসে ডিএলএফ-কে ৫৮ কোটি টাকায় বিক্রি করা হয়।

নয়াদিল্লি: ১৫ কোটি টাকার জমি কিনেছিলেন মাত্র সাড়ে সাত কোটি টাকায়। পরে সেই জমিই বিক্রি করেন ৫৮ কোটি টাকায়। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার স্বামী রবার্ট বঢ়রার বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক তথ্য তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিয়ঙ্কার স্বামী বেআইনিভাবে ৫৮ কোটি টাকা আয় করেছেন বলে ইডির বক্তব্য।
হরিয়ানার গুরুগ্রামে জমি লেনদেন মামলায় গত মাসে রবার্ট বঢ়রার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি। ইডির দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুরুগ্রামে ৩.৫৩ একর জমি কেনে রবার্টের সংস্থা স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড (SLHPL)। ১৫ কোটি টাকার জমি ওঙ্কারেশ্বর প্রপার্টিসের কাছ থেকে মাত্র সাড়ে ৭ কোটি টাকায় কেনা হয়। চেকে হয় লেনদেন। ৪৫ লক্ষ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়।
ইডির আরও অভিযোগ, জমির মিউটেশন প্রক্রিয়া পরদিনই সম্পন্ন করা হয়। অথচ মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস লাগে। এরপর ফেব্রুয়ারি কেনা জমি জুন মাসে ডিএলএফ-কে ৫৮ কোটি টাকায় বিক্রি করা হয়। ২০০৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে বঢ়রার বিভিন্ন সংস্থার মাধ্য়মে ওই টাকা দেওয়া হয়। ইডির বক্তব্য, ওই অর্থ দিয়ে বিভিন্ন স্থাবর সম্পত্তি কেনা হয়েছে। বিনিয়োগ এবং ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়।
আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের একাধিক ধারায় রবার্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। পিএমএলএ-র অধীনে বিশেষ আদালতে মামলার শুনানি হবে। ইডি-র চার্জশিট নিয়ে রবার্টের পাশে দাঁড়িয়েছেন প্রিয়ঙ্কার দাদা রাহুল গান্ধী। সত্যের জয় হবে বলে এক্স হ্যান্ডলে লেখেন তিনি।

