নয়া দিল্লি: গর্ভাবস্থাতেই শিশু অন্তত ৫০০ শব্দ শিখতে পারে। তাই গর্ভবতী মায়েরা প্রতিদিন গীতা, রামায়ণ পাঠ করলে ভ্রুণ অবস্থা থেকেই সন্তানদের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে ওঠে। এমনটাই দাবি RSS-এর শাখা সংগঠন ‘সমবর্ধিনী নিয়াস’-এর ন্যাশনাল সেক্রেটারি মাধুরী মারাঠির। তাই গর্ভস্থ সময় থেকে শিশুদের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ কর্মসূচি চালু করতে চলেছে সমবর্ধিনী নিয়াস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গর্ভ সংস্কার’।
‘গর্ভ সংস্কার’ কর্মসূচি কী?
সমবর্ধিনী নিয়াস-এর তরফে জানানো হয়েছে, গর্ভস্থ ভ্রুণের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে গর্ভাবস্থায় মহিলাদের গীতা, রামায়ণ পাঠ এবং যোগাভ্যাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে গর্ভ সংস্কার কর্মসূচিতে।
গায়ানোকোলজিস্ট, আয়ুর্বেদিক চিকিৎসক এবং যোগা প্রশিক্ষকদের সঙ্গে পরিকল্পনা করেই গর্ভ সংস্কার কর্মসূচি চালু করা হচ্ছে এবং গর্ভাবস্থা সময় থেকে গর্ভ সংস্কার কর্মসূচি শুরু হয়ে শিশু জন্মের দু-বছর বয়স পর্যন্ত চলবে বলে জানান ‘সমবর্ধিনী নিয়াস’-এর ন্যাশনাল সেক্রেটারি। তাঁর কথায়, “গর্ভে থাকাকালীন একটি শিশু ৫০০টি পর্যন্ত শব্দ শিখতে পারে। তাই গর্ভস্থ শিশুদের মধ্যে সংস্কার (সাংস্কৃতিক মূল্যবোধ) গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এটি চলবে শিশুর দু-বছর বয়স পর্যন্ত।” আপাতত ১ হাজার গর্ভবতী মহিলাকে গর্ভ সংস্কার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, রাষ্ট্রীয় সেবিকা সমিতির শাখা সংগঠন হল সমবর্ধিনী নিয়াস। রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘সমবর্ধিনী নিয়াস’-এর তরফে গর্ভ সংস্কার-এর প্রচারমূলক একটি ওয়ার্কশপ হয়। সেই ওয়ার্কশপ সমবর্ধিনী নিয়াস-এর ন্যাশনাল সেক্রেটারি মাধুরী মারাঠি ও সংগঠনের অন্যান্য সদস্যরা ছাড়াও দিল্লি এইমস-এর অনেক গায়েনোকোলজিস্ট উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন মারাঠি।