‘দেশের প্রতি অবদান আজীবন মনে থাকবে’, মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা RSS-র

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 27, 2024 | 1:02 PM

Manmohan Singh: আরএসএসের তরফে আরও বলা হয়, "সাধারণ ঘর থেকে উঠে এসেও তিনি দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। দেশের প্রতি তাঁর অবদান আজীবন মনে রাখা হবে। ওনার আত্মার শান্তি কামনা করি।"

দেশের প্রতি অবদান আজীবন মনে থাকবে, মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা RSS-র
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী।
Image Credit source: X

Follow Us

নাগপুর: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকাতুর গোটা দেশ। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ জানাল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও।

এ দিন আরএসএসের তরফে পোস্ট করে বলা হয়, “প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ নেতা ডঃ সর্দার মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা দেশ শোকাহত। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তাঁর পরিবার ও অগুনতি অনুরাগীদের সমবেদনা জানাচ্ছে।”

আরএসএসের তরফে আরও বলা হয়, “সাধারণ ঘর থেকে উঠে এসেও তিনি দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। দেশের প্রতি তাঁর অবদান আজীবন মনে রাখা হবে। ওনার আত্মার শান্তি কামনা করি।”

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান আরএসএসের সংঘচালক ডঃ মোহন ভগবত ও দত্তাত্রেয় হোসাবলে।

প্রসঙ্গত, গতকাল রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন মনমোহন সিং। বাড়িতে সংজ্ঞাহীন হয়ে যান তিনি। তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সবরকমের চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত ব্যর্থ হন চিকিৎসকরা। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং।

Next Article
Manmohan Singh Demise: দেশের একমাত্র প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার স্বাক্ষর ছিল নোটে, জানেন কেন?
জেনারেল কামরার টিকিট কতক্ষণ বৈধ থাকে জানেন তো? নাহলে মাঝরাস্তায় বিপদে পড়তে হবে