ইস্তফা দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী? দিল্লিতে বিধায়কদের দেখেই জোর জল্পনা

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 29, 2024 | 7:59 AM

N Biren Singh: বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিজেপি, জোটসঙ্গী এনপিএফ, এনপিপি, জেডিইউ-র বিধায়করা মুখ্যমন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করছেন ইস্তফা দেওয়ার জন্য। সূত্রের খবর, এন বীরেন সিং-কে যাতে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার জন্য মণিপুরের নেতারা বিজেপির শীর্ষনেতৃত্বদের বোঝানোর চেষ্টা করছেন।

ইস্তফা দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী? দিল্লিতে বিধায়কদের দেখেই জোর জল্পনা
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
Image Credit source: Facebook

Follow Us

ইম্ফল: চারিদিকে ফিসফাস, রা কাটছেন না কেউ! কয়েকদিন ধরেই গুঞ্জন, মণিপুরে বড় বদল হতে চলেছে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন এন বীরেন সিং। তবে স্বেচ্ছায় নয়, দলের বিধায়করাই নাকি তাঁকে জোরাজুরি করছেন ইস্তফা দেওয়ার জন্য। এই জল্পনার মাঝেই দিল্লিতে দেখা গেল মণিপুরের একাধিক বিধায়ককে। এরপরই জল্পনা আরও বেড়েছে, সত্যিই কি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন বীরেন সিং?

জল্পনা যা-ই হোক না কেন, মুখ্যমন্ত্রী কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ। বিজেপি ও জোটসঙ্গী নাগা পিপলস ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টির বিধায়কদের দিল্লি যাত্রার কথা স্বীকার করলেও, এর সঙ্গে তাঁর পদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলেও জল্পনা ওড়ান তিনি।

এন বীরেন সিং বলেন, “এনডিএ-র জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক হয়েছে। সকলের সম্মতিতে মণিপুরে শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যাওয়ার কথাও আলোচনা হয়েছে। বিধায়করা আমার উপরে ভরসা করেছেন। কিন্তু যেহেতু সংসদে অধিবেশন চলছে, সকলে ব্যস্ত, তাই আমি কেন বিরক্ত করব ওঁদের (প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী)? যখন মিটিং হবে, তখন আমিও যাব। কেউ কেউ দিল্লিতে গিয়েছেন। এর সঙ্গে ইস্তফার কোনও যোগ নেই।”

বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিজেপি, জোটসঙ্গী এনপিএফ, এনপিপি, জেডিইউ-র বিধায়করা মুখ্যমন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করছেন ইস্তফা দেওয়ার জন্য। সূত্রের খবর, এন বীরেন সিং-কে যাতে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার জন্য মণিপুরের নেতারা বিজেপির শীর্ষনেতৃত্বদের বোঝানোর চেষ্টা করছেন। বিশেষ করে, গত বছর ৩ মে মণিপুরে কুকি ও মেতেই জনগোষ্ঠীর সংঘর্ষের পর গোটা রাজ্য জুড়ে যে অশান্তির আগুন ছড়িয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে মণিপুরের দুটি আসনই বিজেপির হাতছাড়া হয়েছে।

এর আগে, গত জুন মাসে যখন মণিপুরে অশান্তি চরমে পৌঁছেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন এন বীরেন সিং। তিনি ইস্তফাপত্র নিয়ে রাজ্যপালের বাড়ির উদ্দেশে রওনাও দিয়েছিলেন, কিন্তু মানবশৃঙ্খল বানিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেওয়া হয়।

Next Article