নয়া দিল্লি: অব্যাহত রইল টাকার পতন। ডলার প্রতি টাকার মূল্য ৮০ টাকায় নেমে দাঁড়াল। আগামী কয়েকদিনও টাকার দামের পতন অব্যাহত থাকবে বলেই জানা গিয়েছে। এভাবে ক্রমাগত ডলারের সাপেক্ষে টাকার পতন নিয়ে চিন্তায় পড়েছেন অর্থনীতিবিদরা। এদিকে, গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে, রাশিয়া-ইউক্রেবনের যুদ্ধ, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ধীরে ধীরে নিজেদের জমা পুঁজি তুলে নেওয়ার মতো বিভিন্ন কারণেই টাকার দামের পতন হচ্ছে ক্রমাগত।
বিগত কয়েক দিন ধরেই টাকার দামে পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও তা রেকর্ড পতন হয়ে প্রতি ডলারের সাপেক্ষে টাকার দাম ৮০-তে পৌঁছয়। এই প্রথম ডলার প্রতি টাকার দাম এতটা কমে গেল। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বাজার খোলার সময় ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭৯.৯৮। কিছুক্ষণ পরেই তা ৮০.০১ টাকায় পৌঁছয়। এটাই টাকার দামে সর্বনিম্ন পতন।
সোমবার বাজার বন্ধ হওয়ার আগে ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭৯.৯৭।
সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এদিনের ডলার পিছু টাকার দামে পতন সর্বনিম্ন সীমায় পৌঁছেছে। এরফলে দুর্বল হচ্ছে দেশের অর্থনীতি। চলতি বছরেই ভারতীয় মুদ্রার দাম ৭ শতাংশ হ্রাস পেয়েছে। তবে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে ডলারের বিক্রিতে হস্তশক্ষেপ করায়, ক্ষতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। তবে এদিন ডলারের প্রতি টাকার দাম ৮০ টাকায় পৌঁছনোয় বাজারে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে, যার জেরে ভারতীয় মুদ্রার পতন আরও হবে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের।
এদিকে, মার্কিন মুলুকেও মুদ্রাস্ফীতির ব্যাপক প্রভাব দেখা দিয়েছে। গত মাসেই প্রায় ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে অর্থাৎ একমাসেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আমেরিকার অর্থনীতির বাজারই বিশ্বের সবথেকে বড় বাজার হওয়ায়, সে দেশের মুদ্রাস্ফীতির প্রভাব বাকি দেশের উপরও পড়বে। একাধিক অর্থনীতিবিদরা ইতিমধ্যেই আমেরিকায় সবথেকে ভয়ঙ্কর আর্থিক মন্দা শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। এরফলে বাকি দেশগুলির মুদ্রার দামেও ব্যাপক পতন হবে।
বছরের সূচনায় দেশের অর্থনীতি তরতরিয়ে উপরের দিকেই উঠছিল, সেই সময় ডলারের সাপেক্ষা টাকার দাম ছিল ৭৪ টাকা। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই হু হু করে পড়তে থাকে টাকার দাম। বর্তমানে ডলার প্রতি টাকার দাম ৮০ টাকায় পৌঁছেছে। এই পতন কোথায় গিয়ে থামবে, তা বলতে পারছেন না কেউই।