রাষ্ট্রপুঞ্জ: একদিকে যখন কানাডার সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্ব চলছে ভারতের, তখন সন্ত্রাস নিয়ে রাষ্ট্রপুঞ্জ থেকে বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে চলছে রাষ্ট্রপুঞ্জের ৭৮ তম সাধারণ সভা। সেই সভায় মঙ্গলবার অংশ নেন জয়শঙ্কর। কোনও দেশের নাম না করেও এদিন বিদেশমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসে মদত দেওয়ার বিষয় বরদাস্ত করবে না ভারত। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পর যেভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের দিকে আঙুল তুলেছেন, তারপর বিদেশমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিন জয়শঙ্কর বলেন, রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে সন্ত্রাসে মদত দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি বলেছেন, কিছু কিছু দেশ নিজেদের মতো এজেন্ডা তৈরি করে আশা করে যে অন্যরাও সেটা মেনে নেবে। সেই দিন এবার শেষ। তিনি আরও উল্লেখ করেছেন নয়া দিল্লি মনে করে কূটনীতি আর আলোচনাই সমাধানের একমাত্র পথ।
এক বিশ্ব-এক পরিবারের ধারণার কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী দাবি করেন, এটা শুধুমাত্র ভারতের ধারণা নয়, গোটা বিশ্ব এতে বিশ্বাস করছে। এর ফলে সহযোগিতার বীজ বপন করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, এদিন জয়শঙ্করের বক্তব্যে দেশের নাম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে আরও একবার। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গিয়েছে ভারতের নাম। তিনি বলেছেন, ‘নমস্তে ফ্রম ভারত’ অর্থাৎ ভারত-এর তরফ থেকে বার্তা নিয়ে রাষ্ট্রপুঞ্জে গিয়েছেন তিনি।