S20 Summit2023: সুস্থ ও সবুজ পৃথিবী গড়া-ই লক্ষ্যে কোয়েম্বাটুরে বসছে ‘S20India2023’ বৈঠক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 11:52 AM

G-20 Summit 2023: বর্তমানে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে সেটা বিশ্ববাসীর কাছে অশনিসংকেত হয়ে উঠেছে। করোনার মতো মহামারী হানা দেওয়ারও অন্যতম কারণ প্রকৃতির বদল। পাশাপাশি জীবনযাপনের অভ্যাস বদলের ফলেও নানান অসুখ হানা দিচ্ছে।

S20 Summit2023: সুস্থ ও সবুজ পৃথিবী গড়া-ই লক্ষ্যে কোয়েম্বাটুরে বসছে S20India2023 বৈঠক
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: সুস্থ ও সবুজ পৃথিবী গড়তে দূষণমুক্ত, পরিচ্ছন্ন শক্তি জরুরি। পাশাপাশি রোগ প্রতিরোধের জন্য পরিচ্ছন্ন থাকা এবং সতর্ক থাকা আবশ্যক। এবারের জি-২০-র বিজ্ঞান বিষয়ক বৈঠকে এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। আজ, শুক্রবার কোয়েম্বাটুরে আয়োজিত ‘Science20India2023’ বৈঠকে সুস্থ ও সবুজ পৃথিবী গড়তে এই সমস্ত বিষয় উত্থাপন করা হবে। এককথায় বলতে, স্থিতিশীল, সুস্থ ভবিষ্যতের জন্য বৈজ্ঞানিক উদ্ভাবন ও সহযোগিতাকে উৎসাহিত করা এদিনের বৈঠকের অন্যতম লক্ষ্য।

এদিনের ‘Science20Summit’-এ যে বিষয়গুলির উপর জোর দেওয়া হচ্ছে, সেগুলির মধ্যে প্রথমেই জোর দেওয়া হয়েছে বিশ্বব্যাপী সামগ্রিক স্বাস্থ্যের উপর। সুস্থ বিশ্ব গড়তে পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ যে জরুরি, সেটা এদিনের বৈঠকে তুলে ধরা হবে। দ্বিতীয়ত, সবুজ পৃথিবী গড়তে স্বচ্ছ শক্তি জরুরি। তৃতীয়ত, সমাজ ও সংস্কৃতির উন্নতির জন্য বিজ্ঞানের উদ্ভাবন ও বিজ্ঞানের সঙ্গে যোগ থাকতে হবে।

সুস্থ ও সবুজ পৃথিবী গড়তে প্রয়োজনীয় এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ বৈঠক বসেছে। যেমন, স্বচ্ছ শক্তির ব্যবহার বাড়িয়ে তোলা নিয়ে গত এপ্রিলে ত্রিপুরার আগরতলায় বৈঠকে বসেছিলেন জি-২০ -র প্রতিনিধিরা। এরপর মে মাসের গোড়ায় লাক্ষাদ্বীপে বিশ্বব্যাপী সামগ্রিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক বসে। তারপর গত মাসে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সমাজ ও সংস্কৃতির সঙ্গে বিজ্ঞানের সংযোগ নিয়ে জি-২০ -র একটি আলোচনাসভা হয়। সেই আলোচনাসভায় তুলে ধরা হয় রাজ্যের সংস্কৃতি। বিজ্ঞানের হাত ধরে সেই সংস্কৃতির আরও কীভাবে প্রসার করা যায় এবং সমাজের আরও গভীরে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

বর্তমানে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে সেটা বিশ্ববাসীর কাছে অশনিসংকেত হয়ে উঠেছে। করোনার মতো মহামারী হানা দেওয়ারও অন্যতম কারণ প্রকৃতির বদল। পাশাপাশি জীবনযাপনের অভ্যাস বদলের ফলেও নানান অসুখ হানা দিচ্ছে। এর থেকে বাঁচতে এবং সুস্থ ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে যেগুলি আবশ্যক, সেগুলি নিয়ে ইতিমধ্যে পৃথকভাবে জি-২০-র বেশ কয়েকটি বৈঠকে আলোচনা হয়েছে। এবার সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়েই ‘S20India’ বৈঠকে আলোচনা হবে।

Next Article