নয়া দিল্লি: টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা সদগুরু (Sadhguru) জগ্গি বসুদেব। ডুয়োলগ উইদ বরুণ দাস (Duologue with Barun Das)অনুষ্ঠানে এসে আধ্যাত্মিকতার বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করলেন সদগুরু। ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরুর জীবন দর্শনের বিভিন্ন দিকগুলিও উঠে আসে আলোচনায়। তাঁর জীবন দর্শনে যে স্থিরতা রয়েছে, তার সঙ্গে আদি যোগী শিবের অনেকটা মিল রয়েছে। সেই সব বিষয় নিয়ে সদগুরুকে প্রশ্ন করেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। কী বললেন সদগুরু? জানার জন্য নজর রাখুন নিউজ় নাইন প্লাস অ্যাপে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্লাটফর্মেই আপনি পেয়ে যাবেন নিউজ় নাইন প্লাস অ্যাপ। এটি হল বিশ্বের প্রথম খবরের ওটিটি প্লাটফর্ম। ‘ডুয়োলগ উইদ বরুণ দাস’ অনুষ্ঠানে সদগুরুর সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখার জন্য ক্লিক করুন নিউজ় নাইন প্লাসে (news9plus.onelink.me/gGJb/szjfzwft )।
#Sadhguru disagrees that spirituality is a ‘concept.’ But does he make himself clear? Does @SadhguruJV provide clarity amid complexity? Will @justbarundas get his answers? Find out on ‘Duologue With Barun Das’https://t.co/Rn278Eb7jq #Mahashivratri2023 #Shivratri2023 #Shivaratri pic.twitter.com/Ih5gQWPKQa
— News9 Plus (@News9Plus) February 18, 2023
এর পাশাপাশি প্রত্যাশার আশা কাটিয়ে উঠে কীভাবে জীবনকে আরও সুখময় করে তোলা যায়, তার চাবিকাঠির প্রসঙ্গও উঠে আসে সদগুরুর সঙ্গে একান্ত আলাপচারিতায়। এই বিষয়ে সদগুরুকে প্রশ্ন করেছিলেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই নিয়ে কী ভাবছেন সদগুরু? প্রত্যাশার পাহাড়কে পাশ কাটিয়ে গেলে কি জীবন সত্যিই আরও সুন্দর হয়ে ওঠে? কী বলছে সদগুরু? জানতে অবশ্যই নজর রাখুন নিউজ় নাইন প্লাস অ্যাপে।
আধ্যাত্মিকতার বিভিন্ন আঙ্গিক নিয়ে সদগুরুর সঙ্গে আলোচনা করেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। আধ্যাত্মিকতা কতটা যৌক্তিক আর কতটা সৃজনশীল? সেই সব বিষয় নিয়েও বিভিন্ন কথা উঠে এসেছে ‘ডুয়োলগ উইদ বরুণ দাস’ অনুষ্ঠানে।