Saif Ali Khan Case Update: বাইরের কেউ নয়, বাড়িতেই লুকিয়েছিল হামলাকারী! সিসিটিভি ফুটেজেই বিস্ফোরক তথ্য

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 16, 2025 | 11:19 AM

Saif Ali Khan Stabbed: রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। বর্তমানে তাঁর অস্ত্রোপচার চলছে। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপচার করে।

Saif Ali Khan Case Update: বাইরের কেউ নয়, বাড়িতেই লুকিয়েছিল হামলাকারী! সিসিটিভি ফুটেজেই বিস্ফোরক তথ্য
সইফ আলি খানের বাড়ির বাইরে পুলিশ।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: বাইরের কেউ নয়,  বাড়ির ভিতরেই লুকিয়েছিল হামলাকারী? চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। বুধবার রাতে মুম্বইয়ের ফ্ল্যাটে হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে। ৬ বার ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। বর্তমানে হাসপাতালে ভর্তি সইফ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, চুরি করতে এসে সইফের উপরে হামলা হয়েছে। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ হাতে পেতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। বর্তমানে তাঁর অস্ত্রোপচার চলছে। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপচার করে।

হামলার খবর পেয়েই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাইরে থেকে কোনও চোর ঘরে ঢুকেছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলার দুই ঘণ্টা আগেও আবাসনে কাউকে ঢুকতে দেখা যায়নি। এর থেকেই অনুমান করা হচ্ছে, অভিযুক্ত বিল্ডিংয়ের ভিতরেই ছিল।

জানা গিয়েছে, সইফ যে বিল্ডিংয়ে থাকেন, সেখানে পলিশিংয়ের কাজ চলছিল। হামলাকারী কোনও শ্রমিক হতে পারে। এক্ষেত্রে পরিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা কেউ দরজা না খুললে হামলাকারী ঢুকতে পারত না।

মনে করা হচ্ছে, পরিচারক অভিযুক্তকে ঘরে ঢুকতে দিয়েছিল। রাত দুটো নাগাদ তাঁদের মধ্যে বচসা শুরু হয়। সেই আওয়াজ শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। হামলাকারী প্রথমে পরিচারকের হাতে কোপ মারে। সইফ বাধা দিলে তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে অভিযুক্ত।

Next Article