গুয়াহাটি: ভারতে হ্যারি পটারের ভক্তের অভাব নেই। জেকে রাউলিংয়ের উপন্যাসের চরিত্ররা আরও বেশি মূর্ত হয়েছিল হলিউডের মুভি সিরিজে। এবার সেই কল্পকাহিনির একটি সাপই উঠে এল বাস্তবের জগতে। তাও আবার পাওয়া গেল ভারতেই। কাজেই হ্যারি পটারের ভারতীয় ভক্তদের জন্য এ এক দারুণ বড় খবর। হ্যারি পটার ভক্তদের অত্যন্ত পরিচিত চরিত্র, সালাজার স্লিদারিন। যার নামানুসারে হগওয়ার্ডস স্কুলের স্লিদারিন হাউসের নাম ছিল। সেই একই ব্যক্তির নাম অনুসারে একটি সাপের নাম রাখা হয়েছিল সালাজার পিট ভাইপার। এবার অসমে, তীব্র বন্যার মধ্যে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দেখা পাওয়া গেল এই সালাজার পিট ভাইপারের। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
‘এক্স’-এ তিনি লিখেছেন, “বাচ্চারা বল তো কি হয়েছে? এইমাত্র কাজিরাঙ্গায় একটি বাস্তব জীবনের হ্যারি পটার সাপ খুঁজে পাওয়া গিয়েছে! সুপার কুল সালাজার পিট ভাইপার: এর গায়ের সবুজ রঙ জাদুর মতো এবং এর মাথায় একটি মজাদার লাল-কমলা ডোরা দাগ রয়েছে। প্রকৃতি কি অপূর্ব, তাই না?” এর সঙ্গে সবুজ রঙের সাপটির তিনটি ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।
🌟 Guess what, kids? 🐍 Kaziranga just found a real-life Harry Potter snake! Meet the super cool Salazar Pit Viper: it’s green like magic and has a funky red-orange stripe on its head. Isn’t nature awesome? 🌿✨ #MagicalSnake #KazirangaAdventures pic.twitter.com/GMxKuszzB7
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 8, 2024
সালাজার পিট ভাইপার দেখতে অত্যন্ত আকর্ষণীয় হলেও, এই সাপ অত্যন্ত বিষাক্ত। এদের, চোখ এবং নাসারন্ধ্রের মধ্যে একটি বিশেষ অজ্ঞ থাকে, যা তাপে সংবেদনশীল। অর্থাৎ, এই অজ্ঞ তাপ অনুভব করতে পারে। শিকারদের শরীর থেকে যে ইনফ্রারেড তাপীয় বিকিরণ হয়, তা এই বিশেষ অঙ্গের মাধ্যমেই সনাক্ত করতে পারে এই প্রজাতির সাপ। ফলে, কম আলোতেও তারা সহজেই শিকার করতে পারে।
হ্যারি পটারের জগতে, সালাজার স্লিদারিন এক অত্যন্ত বড় নাম। গড্রিক গ্রিফিন্ডর, রোয়েনা রেভেনক্ল এবং হেলগা হাফলপাফের সঙ্গে যৌথভাবে তিনি হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফ্ট অ্যান্ড উইজার্ডি প্রতিষ্ঠা করেছিলেন। কাহিনি অনুসারে তিনি সাপের সঙ্গে কথা বলতে পারতেন। ২০১৯ সালে অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভ ফরেস্টে, এক নতুন প্রজাতির বিষাক্ত সাপ আবিষ্কার করেছিলেন গবেষকদের একটি দল। তাঁরাই সালাজার স্লিদারিনের নামে সাপটির নাম দিয়েছিলেন ট্রিমেরেসুরাস সালাজার। প্রসঙ্গত, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গাতেই পিট ভাইপার সাপ পাওয়া যায়।