Salman Khan: ‘সলমন খানকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নাহলে…’, আবার এল মেসেজ

Nov 05, 2024 | 10:51 AM

Salman Khan: গত এপ্রিলে অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানো হয়। সেই ঘটনাতেও লরেন্স বিষ্ণোই গ্রুপের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। আর গত অক্টোবরে সেই গ্যাং-এর হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাবা সিদ্দিকির।

Salman Khan: সলমন খানকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নাহলে..., আবার এল মেসেজ

Follow Us

মুম্বই: বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছে অভিনেতা সলমন খানকে। এর আগে ২ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল সলমনকে। এবার ফের মুম্বই পুলিশের কাছে এল মেসেজ। বাবা সিদ্দিকির মৃত্যুতে যুক্ত থাকা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফেই এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবার চাওয়া হল পাঁচ কোটি টাকা। অন্যথায় ক্ষমা চাইতে হবে সলমনকে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার হুমকি দেওয়া হল সলমন খানকে।

মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে যে মেসেজ এসেছে, তাতে লেখা রয়েছে, “লরেন্স বিষ্ণোই-র ভাই বলছি। যদি সলমন খান জীবিত থাকতে চান,তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা পাঁচ কোটি টাকা দিতে হবে। এগুলো না করলে, আমরা মেরে ফেলব। আমাদের গ্যাং এখনও সক্রিয় আছে।”

গত এপ্রিলে অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানো হয়। সেই ঘটনাতেও লরেন্স বিষ্ণোই গ্রুপের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। আর গত অক্টোবরে সেই গ্যাং-এর হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাবা সিদ্দিকির। এরপর সলন খানের নিরাপত্তা নিয়ে আরও বড় প্রশ্ন ওঠে।

এই খবরটিও পড়ুন

এর আগে নয়ডা থেকে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক সলমন খান ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল। তার আগে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হুসেন শেখ মৌসিন নামক (২৪) এক সবজি বিক্রেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। সেই ক্ষেত্রেও সলমন খানকে খুনের হমকি দেওয়ার অভিযোগ ওঠে।

Next Article