নয়া দিল্লি: তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। জানা যাচ্ছে, সিবিআই-এর স্টেটাস রিপোর্টে খুশি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি চলছে। এদিনের শুনানির লাইভ স্ট্রিমিং টেলিকাস্ট হচ্ছে না।
জানা যাচ্ছে, এদিন শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট পড়ে দেখেন তিন বিচারপতি। রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা তদন্ত রিপোর্ট দেখেছি। যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তে সেগুলি উঠে এসেছে।”
পাশাপাশি আরজি কর-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখন ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’ রয়েছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। সিবিআই-এর রিপোর্ট পড়ার পর প্রধান বিচারপতির বিশেষ পর্যবেক্ষণ, “সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি। তারা তদন্ত করছে। তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।”
প্রধান বিচারপতি স্পষ্ট করেন, সিবিআই-এর স্টেটাস রিপোর্টে ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কি না, ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কি না, তথ্যপ্রমাণ নষ্ট-সহ পুরো বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। সিবিআই রিপোর্টে যা দিয়েছে, তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। রিপোর্ট পড়ে তাঁরা বিচলিত হয়েও পড়েন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।