Molestation: ক্লাসেই স্কুল শিক্ষকের লালসার শিকার ১২ ছাত্রী!

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 14, 2023 | 11:59 PM

UP: একটি জুনিয়ার গভর্ণমেন্ট স্কুলে ১২ জন দলিত ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ওই স্কুলের কম্পিউটার ইন্সট্রাক্টর মহম্মদ আলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Molestation: ক্লাসেই স্কুল শিক্ষকের লালসার শিকার ১২ ছাত্রী!
প্রতীকী ছবি।

Follow Us

শাহজাহানপুর: সরকারি স্কুলেও নিরাপদ নয় মেয়েরা! এবার সরকারি স্কুলের শ্রেণিকক্ষে শ্লীলতাহানি শিকার হল ছাত্রীরা। একজন নয়, ১২ জন ছাত্রীর শ্লীলতাহানির (Molestation) শিকার হয়েছে এবং এক কম্পিউটার শিক্ষক তাদের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) শাজাহানপুরে। যদিও একাজ করে রেহাই পায়নি ওই শিক্ষক। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এমনকি, রেহাই পাননি ওই স্কুলের প্রধান শিক্ষকও।

পুলিশ জানায়, শাজাহানপুরের তিহার থানা এলাকায় একটি জুনিয়ার গভর্ণমেন্ট স্কুলে ১২ জন দলিত ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ওই স্কুলের কম্পিউটার ইন্সট্রাক্টর মহম্মদ আলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া তাঁকে আড়াল করার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক অনিল কুমার এবং সহশিক্ষক সাজিয়ার বিরুদ্ধেও পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কম্পিউটার শিক্ষক মহম্মদ আলি এই ঘটনার মূল কালপিট হলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁকে প্রশ্বয় দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিতাদের অভিযোগ, কম্পিউটার শিক্ষকের কু-কীর্তির কথা প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনও পদক্ষেপ করেননি। এরপর তারা বাড়িতে গিয়ে পরিবারকে গোটা ঘটনার কথা জানায়। যা শুনে নির্যাতিতাদের পরিবার স্কুলে এসে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ দেখায়। তারপর ঘটনায় হস্তক্ষেপ করেন গ্রামের প্রধান লালতা প্রসাদ। তিনিই এই ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

স্কুলের সহশিক্ষকের এই কু-কীর্তির খবর পৌঁছেছে স্কুল শিক্ষা দফতরেো। বেসিক শিক্ষা অধিকারী (BSA) কুমার গৌরব ইতিমধ্যে ওই স্কুল পরিদর্শন করেছেন এবং গ্রামে গিয়ে নির্যাতিতার পরিবারদের সঙ্গে কথা বলা বলেছেন। তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে কুমার গৌরব জানিয়েছেন। অন্যদিকে, তিহারের সার্কেল অফিসার প্রিয়াঙ্কা বলেন, অভিযুক্ত কম্পিউটার শিক্ষক সহ ৩ শিক্ষকের বিরুদ্ধে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Next Article