নয়া দিল্লি: আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব (Second Part of Budget Session 2023)। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ৬ এপ্রিল অবধি। প্রতিবারের মতো এবারও বাজেট অধিবেশন দুই পর্বে হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এবারের বাজেট অধিবেশনে কেন্দ্রের লক্ষ্য অর্থ সংক্রান্ত একাধিক বিল (Financial Bill) পাশ করা। অন্যদিকে, বিরোধী দলগুলি আদানি ইস্যু থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে সরব হতে পারে।
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রবিবার রাজ্যসভার চেয়ারম্য়ান জগদীপ ধনখড় সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কীভাবে বিনা বাধায় সংসদের অধিবেশন পরিচালন করা যায়, তা নিয়ে তাদের মতামত জানতে চান। কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রায় সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরাই এই বৈঠকে উপস্থিত থাকলেও গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস (TMC)। অধিবেশনের আগেই বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। এবারের বাজেট অধিবেশনে রাজ্যের শাসক দলের কী অবস্থান হবে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
সূত্রের খবর, গতকালের বৈঠকে বিরোধী দলের নেতারা অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যে অপব্যবহার করা হচ্ছে, তা নিয়ে অভিযোগ তোলেন। সংসদীয় বিভিন্ন কমিটিতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ব্য়ক্তিগত সচিবদের নিয়োগ করা নিয়েও সরব হন বিরোধী নেতারা।
জানা গিয়েছে, সোমবার সকালেই অধিবেশন শুরুর আগে বিরোধী দলের নেতারা বৈঠকে বসবেন। এবারের অধিবেশনে বিরোধীদের কী অবস্থান হবে এবং তারা কোন কোন ইস্যু তুলে ধরবেন, তা নিয়েই আলোচনা করবেন।
রবিবারই রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “দেশের উন্নয়নের লক্ষ্যে সরকারের কাজে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় কংগ্রেস। দেশের প্রত্যেকটি জ্বলন্ত ইস্যু নিয়েও আলোচনা করতে চায় কংগ্রেস”। অন্যদিকে,লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকরাম ঠাকুরও বলেন, “সমস্ত বিরোধী দলগুলি মিলিতভাবে এক অবস্থান নিক, এটাই চাই আমরা। আমরা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ইস্যুগুলি যেমন মূল্য়বৃদ্ধি, এলপিজির দাম বৃদ্ধি, আদানি ইস্যু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যাবহার, কৃষকদের সমস্যা, রাজ্য সরকারের কাজে রাজ্যপালদের হস্তক্ষেপের মতো বিষয়কে তুলে ধরব। আমরা সম-মনস্ক রাজনৈতিক দলগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করব। আগামিকালের বৈঠকও বিরোধী দলগুলিকে একত্রিত করার জন্য়ই ডাকা হয়েছে।”
জানা গিয়েছে, সরকারের তরফে এই বাজেট অধিবেশনে বিভিন্ন অর্থ সংক্রান্ত বিল পাশ করার উপরেই বিশেষ জোর দেওয়া হবে।অন্যদিকে, বিরোধী দলগুলি ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগে সরব হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্বে সংসদ অধিবেশন উত্তাল হয়েছিল আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে।