নয়া দিল্লি: সংসদে স্মোক বম্ব নিয়ে হামলায় শুরু হয়েছে তদন্ত (Investigation)। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাতে। জানা গেল, বুধবার নয়, আজ বৃহস্পতিবার সংসদে হামলা চালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের। হঠাৎ সিদ্ধান্ত নয়, বিগত এক বছর ধরে হামলার পরিকল্পনা করেছিল তাঁরা। পরিকল্পনাকে সফল করতে রেইকিও করে এসেছিল। এমনই আরও বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে তাঁদের।
বুধবার সংসদে স্মোক বম্ব (Smoke Bomb) নিয়ে হামলার পরই তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। তৈরি করা হয় পাঁচ সদস্যের টিম। সেই তদন্তকারী দলের সূত্রেই জানা গিয়েছে, হামলার ব্লু-প্রিন্ট সম্পূর্ণ আলাদা ছিল। আজ, ১৪ ডিসেম্বর সংসদে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। চারজনই সংসদের ভিতরে ঢুকে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করেছিল। গত বছরের জানুয়ারি মাস থেকেই হামলার পরিকল্পনা কষেছিল তাঁরা।
পরিকল্পনায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য গত বাদল অধিবেশনেও নতুন সংসদ ভবনে ভিজিটর হিসাবে ঢুকেছিল অভিযুক্তরা। গোটা সংসদ ভবন ঘুরে রেইকি করে গিয়েছিল।
জানা গিয়েছে, হামলাকারীদের পরিকল্পনা বানচাল হয়ে যায় বিজেপি সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে পাস পাওয়ায়। ১৪ ডিসেম্বর হামলার পরিকল্পনা থাকলেও, ১৩ ডিসেম্বরের পাস পায় অভিযুক্তদের মধ্যে দুইজন। সেই মতোই পরিকল্পনা এগিয়ে আনে তাঁরা। ৪ জনের বদলে সংসদের ভিতরে ঢোকে ২ জন। দর্শকাশন থেকে ঝাঁপ দিয়ে, স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটে যায়।
তদন্তে আরও জানা গিয়েছে, বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলাদা আলাদা ভাবে দিল্লিতে এসে পৌঁছয় এই চার অভিযুক্ত। ললিত ঝা নামে এক যুবক এই চারজনের থাকার ব্যবস্থা করে গুরুগ্রামে। ললিত ঝাঁ-র বন্ধু ভিকি নামে আরও এক যুবকের বাড়িতে গত কয়েকদিন ছিল অভিযুক্তরা। বর্তমানে পলাতক ললিত ঝা। তাঁর খোঁজে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভিকিকেও।
জানা গিয়েছে, সংসদে অভিযানের নেতৃত্বে ছিল মনোরঞ্জন। বাদল অধিবেশনে ভিজিটরস পাস নিয়ে রেইকি করে যায় মনোরঞ্জনই। এমনকী, সাংসদ প্রতাপ সিনহার থেকে ভিজিটরস পাস নেওয়ার জন্য তাঁর অফিসের ব্যক্তিগত সচিবের সঙ্গেও যোগাযোগ করেন মনোরঞ্জন। ১৪ ডিসেম্বরের পাস চাওয়া হয়েছিল। কিন্তু সাংসদের অফিস থেকে ১৩ ডিসেম্বরের পাস দেওয়া হয়।
বুধবার সকালে গুরুগ্রামে ভিকির বাড়ি থেকে একটি রেডিও ট্যাক্সিতে সংসদের দিকে রওনা দেয় অভিযুক্ত ৫ জন। পরিকল্পনা অনুযায়ী, মনোরঞ্জন এবং সাগর শর্মা সংসদের ভিতরে যায়। বাইরে অপেক্ষা করতে থাকে নীলম আজাদ, অমল শিন্ডে ও ললিত ঝা। ঘটনার পর বাকি চারজনকে গ্রেফতার করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ললিত।