AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajnath Singh: রাজনাথ সিংয়ের সভায় উত্তেজনা! মঞ্চের নীচে কী ওটা? শোরগোল বিশ্ববিদ্যালয়ে

Snake in Rajnath Singh Stage: মহারাষ্ট্রের সংবাদমাধ্যম 'ফ্রি প্রেস জার্নাল'-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের যে বিশেষ মঞ্চে বসার কথা ছিল, তার নীচেই হঠাৎ করে দেখা যায় সাপের উৎপাত। মঞ্চের তলায় ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। কখনও বেরিয়ে আসছে বাইরের খোলা জায়গায়। পর মুহুর্তেই আবার ঢুকে পড়ছে কাপড়ে ঢাকা মঞ্চের নীচে।

Rajnath Singh: রাজনাথ সিংয়ের সভায় উত্তেজনা! মঞ্চের নীচে কী ওটা? শোরগোল বিশ্ববিদ্যালয়ে
রাজনাথ সিংImage Credit: Social Media
| Updated on: Oct 16, 2025 | 7:33 PM
Share

মুম্বই: রাজনাথ সিংয়ের সভায় তুমুল উত্তেজনা। শোরগোল পড়ল গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে। নিরাপত্তা নিয়েও তৈরি হল প্রশ্ন। কীভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সভা মঞ্চে এত বড় নিরাপত্তায় ফাঁক থাকতে পারে? প্রশ্ন তোলেন অনেকেই।

কী ঘটেছে?

বৃহস্পতিবার মহারাষ্ট্রের সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীসও। কিন্তু তাঁর আগেই ঘটে গেল বড় বিপত্তি। নেতাদের আগমনের আগে পড়ল হইচই। তৈরি হল শোরগোল, উত্তেজনা পরিস্থিতি।

মহারাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের যে বিশেষ মঞ্চে বসার কথা ছিল, তার নীচেই হঠাৎ করে দেখা যায় সাপের উৎপাত। মঞ্চের তলায় ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। কখনও বেরিয়ে আসছে বাইরের খোলা জায়গায়। পর মুহুর্তেই আবার ঢুকে পড়ছে কাপড়ে ঢাকা মঞ্চের নীচে। যা ঘিরে তৈরি হয় উত্তেজন। পড়ে শোরগোল। স্বস্তির বিষয় একটাই, ওই সাপের খোঁজ যখন মিলেছে, তখনও অনুষ্ঠানে উপস্থিত হননি কোনও নেতাই।

উল্লেখ্য, এই অনুষ্ঠান শেষে দেশের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র ডিআরডিও-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সূত্রের খবর, রাজনাথ সিংয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রতিরক্ষা, ডিআরডিও ও সেনার একাধিক কর্তারাও। মহারাষ্ট্রজুড়ে রাজনাথের এই সফর ঘিরে বেড়েছে পুলিশি তৎপরতা। প্রতিদিনের তুলনায় রাস্তার মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। কোথাও আবার তৈরি করা হয়েছে গ্রিন করিডর। সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বললেই চলে।