মুম্বই: প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও ২৬/১১ মুম্বই হামলার স্মৃতি এখনও তরতাজা। ১৫ বছর পর আবারও ফিরল আতঙ্ক! ২০০৮ সালের সেই ভয়াবহ জঙ্গি হামলায় নিশানা করা হয়েছিল, এমন একটি বাড়িকে ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে। চাবাদ হাউস নামে মুম্বই-এর ওই বহুতলের ছবি মিলেছে দুই জঙ্গি সন্দেহভাজনের হাতে। প্রশ্ন উঠেছে, তবে কি আবারও ওই বাড়িটিকে হামলার নিশানা করার চেষ্টা করছে কেউ? এই ঘটনা প্রকাশ্য়ে আসার পরই নিরাপত্তা নিয়ে বেড়েছে তৎপরতা। কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বাড়িটিকে ঘিরে।
মহারাস্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস সম্প্রতি পুনে থেকে দুজনকে গ্রেফতার করেছে। মহম্মদ ইমরান ইউনুস খান ও মহম্মদ ইয়াকুব সাকি নামে ওই দুই সন্দেহভাজন মধ্যপ্রদেশের রতলামের বাসিন্দা। রাজস্থানে হামলার পরিকল্পনা করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওই দুজনকে জেরা করার সময় তাঁদের কাছ থেকে উদ্ধার হয় এই চাবাদ হাউসের গুগল ইমেজ। তারপরই বাড়ে সন্দেহ।
এই ধৃত দুজনের বয়ান থেকে পুলিশের অনুমান, তাঁরা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের সুরক্ষা বিঘ্নিত করা তাঁদের উদ্দেশ্য ছিল বলে মনে করছে পুলিশ। মুম্বই পুলিশের দেওয়া বিবৃতি থেকে জানা গিয়েছে, ধৃত দুজন বোমা তৈরির প্রশিক্ষন নিয়েছিলেন ও প্রয়োজনীয় সরঞ্জামও কাছে রেখেছিলেন। এমনকী তাঁদের কাছ থেকে একটি তাঁবুও উদ্ধার করেছে এটিএস। পুলিশের অনুমান, জঙ্গলে থাকার সময় কাজে লাগবে বলেই রাখা হয়েছিল ওই তাঁবু। এখানেই শেষ নয়, তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ড্রোন, ল্যাপটপ, কিছু চকচকে সাদা পাউডারের মতো দ্রব্য, ইলেকট্রনিক সার্কিট সহ আরও অনেক কিছু। অর্থাৎ তাঁরা যে বেশ আটঘাট বেঁধেই কাজে নামছিল, তেমনটাই আশঙ্কা করছে পুলিশ। তবে ২০০৮ সালের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। ওই বাড়ির ছবি পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।