TV9 বাংলা ডিজিটাল: গত দু’দিন ধরে মার্কিন নির্বাচনের এফেক্ট আর আজ বিহার এফেক্ট- জোড়া ফলায় বুধবার রেকর্ড গড়ল শেয়ার মার্কেট। বাজার খুলতেই সেনসেক্স (Sensex) উঠল সর্বকালের সেরা সূচকে। মঙ্গলবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৪৩,২৭৭.৬৫। বুধবার তরতরিয়ে ওঠে সেনসেক্স। এক ধাক্কায় ৪৩,৬৭৪.৫৯ সূচক ছোঁয় সেনসেক্স। নিফটিরও এদিন রেকর্ড বৃদ্ধি হয়।
বিহার বিধানসভা নির্বাচন-সহ দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের ফল বেরয় মঙ্গলবার। অব্যাহত গেরুয়া ঝড়। বিহারে নীতীশ কুমারের প্রত্যার্বতন এবং বিজেপির নজিরবিহীন সাফল্যের প্রত্যক্ষ প্রভাব পড়ে শেয়ার মার্কেটেও। এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রায় ৫ হাজার ৬২৭.৩২ কোটি টাকার শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিজেপির ভাল ফল হওয়ায় ভরসা পাচ্ছেন ঘরোয়া বিনিয়োগকারীরাও। এমনটাই মত শেয়ার বিশেষজ্ঞদের।
Sensex opens at an all-time high of 43,444.06, up by 166.4 points. pic.twitter.com/Yvt60D8VlS
— ANI (@ANI) November 11, 2020
এ দিন বাজার খুলতেই নিফটি ১০৮.৯৫ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় ১২,৭৫২.৯০ -তে। ব্যাঙ্ক, অটো, রিয়েল এস্টেট, ভোগ্য পণ্যের শেয়ার দর উর্দ্ধমুখী রয়েছে। প্রায় ৪ শতাংশ শেয়ার বেড়েছে এম অ্যান্ড এম কোম্পানির। বাজাজ ফাইন্যান্স, কোটাক ব্যাঙ্ক, এসবিআই, ওএনজিসি, এল অ্যান্ড টি-সহ একাধিক কোম্পানি সবুজের খাতায়। কমেছে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, টাইটানের শেয়ার দর।
রিলায়্যান্স সিকিউরিটিজের অর্জুন যশ মহাজন জানিয়েছেন, এশিয়ার সব মার্কেটেই ভাল ফল করছে ভারতীয় কোম্পানিগুলি। অন্য দিকে বিহার নির্বাচনে এনডিএ জোটের জয়ের প্রভাবও পড়েছে শেয়ার মার্কেটে। ক্রমবর্ধমান করোনা আক্রান্তের মাঝেও নভেম্বরে আমেরিকার ইকুইটির রেখাচিত্র উপর দিকে উঠতে শুরু করেছিল। এছাড়া সেখানে নির্বাচনের ফলে সরকার বদল হতে চলেছে। তাই এখনও তেমন প্রভাব না পড়লেও অল্প দিনের মধ্যেই ইকুইটি মার্কেটে প্রভাব পড়বে বলে আশা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক তেলের বাজারে ব্রেন্ট ক্রুডেও ১.১ শতাংশ বৃদ্ধি হয়েছে । যার ফলে এখন প্রতি ব্যারেলের দাম ৪৪.০৯ মার্কিন ডলার।