Serial Killer: উলঙ্গ অবস্থায় উদ্ধার হচ্ছে একের পর এক দেহ, এই সিরিয়াল কিলারের ‘পছন্দ’ মহিলারাই, কারণ…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 08, 2023 | 12:14 PM

Police Investigation: প্রথম দেহটি উদ্ধার হয় গত ৬ ডিসেম্বর, অযোধ্যার খুসেতি গ্রামে এক বয়স্ক মহিলার দেহ উদ্ধার করা হয়। এর দিন কয়েক বাদেই, গত ১৭ ডিসেম্বর উত্তর প্রদেশের বারাবনকি জেলা থেকে আরেকটি দেহ উদ্ধার করা হয়।

Serial Killer: উলঙ্গ অবস্থায় উদ্ধার হচ্ছে একের পর এক দেহ, এই সিরিয়াল কিলারের পছন্দ মহিলারাই, কারণ...
প্রতীকী চিত্র

Follow Us

লখনউ: রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিরিয়াল কিলার (Serial Killer)! দিন কয়েকের ব্যবধান রেখেই একের পর এক খুন হচ্ছে। সমস্ত খুনেরই ধরন একই। মহিলাদেরই নিশানা বানাচ্ছে খুনি, খুনের পর তাদের দেহ নগ্ন অবস্থায় ফেলে রেখে যাচ্ছে। এই ঘটনাকে ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে উত্তর প্রদেশে (Uttar Pradesh)। অযোধ্যা থেকে বারাবনকি, বিগত এক মাসে এখনও অবধি মোট তিনজন মহিলাকে খুন করেছেন খুনি। খুনের ধরন দেখেই পুলিশের আন্দাজ, খুনি আসলে একজনই। ইতিমধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তির স্কেচ তৈরি করা হয়েছে, তা সমস্ত থানায় পাঠানো হয়েছে। কোনও ব্যক্তি যদি সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কোনও তথ্য জানেন, তবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

কীভাবে খুন করছে সিরিয়াল কিলার?

পুলিশের তথ্য় অনুযায়ী, খুনি মূলত বয়স্ক মহিলাদের নিশানা করছেন। এখনও অবধি তিনটি খুনের তথ্য জানা গিয়েছে। প্রথম দেহটি উদ্ধার হয় গত ৬ ডিসেম্বর, অযোধ্যার খুসেতি গ্রামে এক বয়স্ক মহিলার দেহ উদ্ধার করা হয়। এর দিন কয়েক বাদেই, গত ১৭ ডিসেম্বর উত্তর প্রদেশের বারাবনকি জেলা থেকে আরেকটি দেহ উদ্ধার করা হয়। এরপরে ২৯ ডিসেম্বর, বারাবনকির এক মহিলা ভোরে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, এরপরে তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিনই ওই মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত তিনজন মহিলারই বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের সকলকেই একই ধরনে, একই ভঙ্গিতে খুন করা হয়েছে। এই তিনটি দেহ উদ্ধারের পরই বারাবনকির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিনোদ বাবু মিশ্রাকে তদন্তের ভার দেন। পুলিশ সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজন ব্যক্তির ছবি পোস্ট করেছে এবং ওই ব্যক্তিকে যদি কোথাও দেখা যায়, তবে সঙ্গে সঙ্গে কাছের থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে বারাবনকির ছয়টি পুলিশ টিম ওই সিরিয়াল কিলারের খোঁজ চালাচ্ছে, কিন্তু এখনও অবধি অভিযুক্তের খোঁজ মেলেনি।

Next Article