Delhi Election 2025: নির্বাচনের আগেই বিজেপিকে মাত! পুরোহিত ভাতা দিয়ে রাজধানীতে ‘হাওয়া বদল’ আপের

Avra Chattopadhyay |

Jan 08, 2025 | 6:00 PM

Delhi Election 2025: হঠাৎ কেনই বা বদলে যাচ্ছে রাজধানী রাজনৈতিক মানচিত্র? বিজেপির মন্দির সেলের সদস্যরা তাদেরই হাত ছেড়ে কেনই বা যুক্ত হচ্ছেন আপের সঙ্গে? আপাতত দিল্লির অলিতেগলিতে ঘুরে বেড়াচ্ছে এই সব প্রশ্নই।

Delhi Election 2025: নির্বাচনের আগেই বিজেপিকে মাত! পুরোহিত ভাতা দিয়ে রাজধানীতে হাওয়া বদল আপের
আপের যোগদান সমাবেশ
Image Credit source: AAP X Handle

Follow Us

নয়াদিল্লি: রাজধানীতে বেজেছে নির্বাচনী নির্ঘণ্ট। সম্মুখসমরে নেমে পড়েছে শাসক-বিরোধী গোষ্ঠী। তবে পদ্ম শিবিরের বরাবরের হাতিয়ার হিন্দু-হিন্দুত্ব রাজনীতিকে, নিজেদের ব্রহ্মাস্ত্রে পরিণত করেছে শাসকদল আপ। বিজেপির তৈরি মন্দির প্রকোষ্ঠ বা মন্দির সেলের সদস্য়রা খোদ পদ্ম শিবিরের হাত ছেড়ে যোগদান করছে আম আদমি পার্টিতে। আর এই ঘটনার জেরে চিন্তা জমেছে বিজেপির উচ্চ পর্যায়ে নেতাদের কপালের ভাঁজে।

রাজধানীতে হাওয়া বদল

হঠাৎ কেনই বা বদলে যাচ্ছে রাজধানী রাজনৈতিক মানচিত্র? বিজেপির মন্দির সেলের সদস্যরা তাদেরই হাত ছেড়ে কেনই বা যুক্ত হচ্ছেন আপের সঙ্গে? আপাতত দিল্লির অলিতেগলিতে ঘুরে বেড়াচ্ছে এই সব প্রশ্নই।

জানা যাচ্ছে, দিল্লির হিন্দুত্ব রাজনীতির খেলা ঘুরিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। সম্প্রতি, তিনি ঘোষণা করেন, নির্বাচনে পুনরায় তাদের দল জয় লাভ করে এলে মাসিক ১৮ হাজার টাকার ভাতা দেওয়া হবে পুরোহিত ও গ্রন্থীদের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্ষবরণের কালে এই ঘোষণা প্রভাব ফেলেছে দিল্লির রাজনীতিতে। কেজরীবালের ঘোষণার পর থেকেই হুড়মুড়িয়ে আপে যোগদানের হিড়িক তুলেছে বিজেপির মন্দির সেলের সদস্যরা।

দিল্লির ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে পুরোহিতদের মতোই এই একই প্রকল্পের সুবিধা ভোগ করে থাকেন মৌলবি ও ইমামরা। প্রতি মাসে খাতায় কলমে ১৭ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন তারা। তবে দিন কয়েক আগেই সেই ভাতা ঢুকতে দেরি হওয়ার অভিযোগ তুলে কেজরীবালের বাড়ির সামনে প্রতিবাদে বসেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সদস্যরা। ১৭ মাস ধরে ভাতা না ঢোকার অভিযোগ তোলেন তারা।

Next Article