Arvind Kejriwal: ‘মমতা দিদির কাছে কৃতজ্ঞ’, হঠাৎ কেন বললেন কেজরী?

Jan 08, 2025 | 5:40 PM

Arvind Kejriwal: ২০২০ সালেও দিল্লি বিধানসভা ভোটে কেজরীবালের দলকে সমর্থন জানিয়েছিল তৃণমূল ও সমাজবাদী পার্টি। রাজনীতির কারবারিরা বলছেন, ২০২০ সালের চেয়ে এবারের পরিস্থিতি আলাদা। কারণ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি-এই চারটি দলই ইন্ডিয়ো জোটের রয়েছে। আর দিল্লিতে আপের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস।

Arvind Kejriwal: মমতা দিদির কাছে কৃতজ্ঞ, হঠাৎ কেন বললেন কেজরী?
'মমতা দিদির কাছে কৃতজ্ঞ', বললেন অরবিন্দ কেজরীবাল

Follow Us

নয়াদিল্লি: দিল্লিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ভোটের আর একমাসও বাকি নেই। জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আর এই ভোটের আগেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

বুধবার এক্স হ্যান্ডলে কেজরীবাল লিখেছেন, “দিল্লি বিধানসভা ভোটে আপকে সমর্থনের ঘোষণা করেছে তৃণমূল। আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। আমাদের ভাল এবং খারাপ সময়ে আপনি সবসময় সমর্থন জানিয়েছেন।”

কেজরীবালের এই টুইটের জবাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লেখেন, “আমরা আম আদমি পার্টির পিছনে রয়েছি।”

এই খবরটিও পড়ুন

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। সেজন্য অখিলেশকেও ধন্যবাদ জানিয়েছেন কেজরীবাল। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ধন্যবাদ অখিলেশজি। আপনি সবসময় আমাদের সমর্থন করেছেন এবং পাশে থেকেছেন। দিল্লিবাসী এর জন্য কৃতজ্ঞ।”

২০২০ সালেও দিল্লি বিধানসভা ভোটে কেজরীবালের দলকে সমর্থন জানিয়েছিল তৃণমূল ও সমাজবাদী পার্টি। রাজনীতির কারবারিরা বলছেন, ২০২০ সালের চেয়ে এবারের পরিস্থিতি আলাদা। কারণ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি-এই চারটি দলই ইন্ডিয়ো জোটের রয়েছে। আর দিল্লিতে আপের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। সেক্ষেত্রে তৃণমূল ও সমাজবাদী পার্টি আপকে সমর্থন করার ইন্ডিয়া জোটে টানাপোড়েন শুরু হতে পারে।

এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও আপের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে কেজরীবাল বলেছেন, “মানুষ মনে করে কংগ্রেসের বিরোধী দল আপ। এবং কংগ্রেসের সঙ্গী হল বিজেপি। মানুষ বিশ্বাস করে যে, বিজেপি ও কংগ্রেস একসঙ্গে আপের বিরুদ্ধে নির্বাচনে লড়ছে। এতদিন তা গোপন ছিল। এখন তা প্রকাশ্যে এসেছে।”

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। আর ফলঘোষণা হবে ৮ তারিখ। ২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। এবারও তারা ক্ষমতা দখল করতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।

 

Next Article