Prashant Kishor: গ্রেফতার-জামিনের পর আইসিইউ-তে প্রশান্ত কিশোর

Prashant Kishor: সোমবার ভোরে অনশন মঞ্চ থেকে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করে আদালত। পরে কোনও শর্ত ছাড়াই জামিন পান প্রশান্ত কিশোর।

Prashant Kishor: গ্রেফতার-জামিনের পর আইসিইউ-তে প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর (ফাইল ফোটো)
Follow Us:
| Updated on: Jan 07, 2025 | 8:22 PM

পটনা: অনশনের জেরে অসুস্থ জন সুরজ নেতা প্রশান্ত কিশোর (পিকে)। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ICU-তে স্থানান্তর করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে বিহার পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহার। পরীক্ষা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি পটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন প্রশান্ত কিশোর। তিনি অনশন শুরুর ২ দিন পর ২২টি সেন্টারে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তবে তাতে অনশন প্রত্যাহার করেননি পিকে। অনশন চালিয়ে যান তিনি।

সোমবার ভোরে অনশন মঞ্চ থেকে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করে আদালত। বিচারক আরতি উপাধ্যায় প্রথমে প্রশান্ত কিশোরকে ২৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে জানিয়েছিলেন, ভবিষ্যতে এইরকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু, নিঃশর্ত জামিনের পক্ষে সওয়াল করেন পিকের আইনজীবী। জামিনের বন্ডে স্বাক্ষরও করেননি। এরপর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এই খবরটিও পড়ুন

পরে ওই বিচারকই কোনও শর্ত ছাড়াই প্রশান্ত কিশোরের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই জন সুরজ দলের নেতা জানিয়ে দেন, অনশন জারি রাখবেন তিনি।

তবে রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়। ডিহাইড্রেশন ও সংক্রমণে জেরে শারীরিক অবস্থার অবনতি হয় প্রশান্ত কিশোরের। চিকিৎসকরা জানিয়েছেন, জন সুরজ নেতা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।