Delhi CM Atishi Marlena: ‘আমাকে ঘরছাড়া করতে চায় বিজেপি’, নির্বাচনের দিন ঘোষণা হতেই বিস্ফোরক অতিশি
Delhi CM Atishi Marlena: তাঁর আরও অভিযোগ, 'আমি মুখ্য়মন্ত্রী হওয়ার পর আমার জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল বিজেপি। ওরা আমাদের বাড়ি ছিনিয়ে নিতে পারে, কাজেও বাধা দিতে পারে।'
নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর বাসভবন থেকেই খোদ মুখ্যমন্ত্রীকেই বের করে দিতে চায় বিজেপি, এমনটাই অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনার। এদিন অতিশি বলেন, ‘তিন মাসে এই নিয়ে দ্বিতীয়বার আমাকে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে উৎখাতের চেষ্টা করা হল। একটি চিঠি মাধ্য়মে বাসভবনের বরাদ্দ বাতিল করে, খোদ নির্বাচিত সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘরছাড়া করতে চায় বিজেপি।’
তাঁর আরও অভিযোগ, ‘আমি মুখ্য়মন্ত্রী হওয়ার পর আমার জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল বিজেপি। ওরা আমাদের বাড়ি ছিনিয়ে নিতে পারে, কাজেও বাধা দিতে পারে। কিন্তু মানুষের প্রতি আমাদের কাজের প্রচেষ্টা ও আবেগকে আটকে রাখতে পারবে না।’ পাশাপাশি, তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও তিনি যে পিছপা হবেন না, ইঙ্গিত মাধ্যমে সেও স্পষ্ট করে দেন অতিশি।
প্রসঙ্গত, রবিবার ফের অতিশি প্রসঙ্গে বিতর্কে জড়ায় বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসেন দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ী। ওই বিধানসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী অতিশির বিরুদ্ধে তোপ দেগে বলেন কটুক্তি করেন তিনি। বলেন, ‘পদবি বদল করে বাবা বদলে ফেলেছেন অতিশি।’ এরপরই বিজেপির প্রার্থীর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রীতিমতো কেঁদে ভাসান দিল্লির মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বেলা বাড়তেই দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর তার পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজনীতি। যুযুধান দুই দল। আসন্ন ৫ ফেব্রুয়ারি নির্বাচন। ভোট গণনা হবে ৮ই ফেব্রুয়ারি, জানাল কমিশন।