ICC Champions Trophy: পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে…

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এ বার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই আলোচনা হচ্ছে।

ICC Champions Trophy: পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে...
পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে...Image Credit source: PTI, X
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 2:11 PM

কলকাতা: এ বার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই আলোচনা হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান অবশ্য এখনও মানতে নারাজ যে তাঁরা সমস্যায় রয়েছেন। কিন্তু সত্যিই সমস্যা বড়। কারণ, পাকিস্তানের যে তিন ভেনুতে হবে টুর্নামেন্ট তার মধ্যে একটিরও সংস্কারের কাজ পুরো হয়নি। এ বার যে কারণে স্টেডিয়ামের কাজ নিয়ে পিসিবিকে ‘হুঁশিয়ারি’ দিচ্ছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ৪৪ দিন বাকি রয়েছে। তবে আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন দিয়েছে ২৫ জানুয়ারি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পিসিবির এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ সময়মতো শেষ হবে বলছেন মহসিন নকভি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিংরুম কোনও কিছুই ঠিকমতো তৈরি নয়।

এই খবরটিও পড়ুন

করাচির ন্যাশানাল স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি। ক্রিকেট মহলে বলা হচ্ছে, এতদিন সময় পেল পাক বোর্ড, তারপরও সময়মতো সব স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করতে পারবে না পিসিবি, এমনটাই মনে হচ্ছে। অনেকে এও বলছেন, ভারত টুর্নামেন্ট খেলতে সে দেশে আসবে কিনা, তা না ভেবে বরং স্টেডিয়াম সংস্কারের কাজ আরও গুরুত্ব দিয়ে করা যায় কিনা সেদিকে নজর রাখতে হত। আইসিসি একবারও বলেনি যে পাকিস্তানকে আয়োজকের দায়িত্ব থেকে সরানো হবে। কিন্তু স্টেডিয়ামের কাজ সময়মতো না করলে এ বার হয়তো পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যেতে পারে। এও শোনা যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়াকে এ নিয়ে এক সূত্র বলেছেন, ‘খুবই খারাপ ছবি উঠে আসছে। তিনটে স্টেডিয়াম তৈরি তো দূর, বরং সংস্কারও থমকে। অনেক কাজ বাকি রয়েছে। আসন, ফ্লাডলাইট, অন্যান্য পরিষেবা, আউটফিল্ড এবং মাঠের বেশ কিছু অংশের কাজ বাকি। কাজ শেষ করার ক্ষেত্রে ওখানের আবহাওয়া সঙ্গ দিচ্ছে না। ডেডলাইনে ভেনু তৈরি না হলে সমস্যা আছে। সেমি-রেডি ভেনুতে টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। পরের সপ্তাহে ছবিটা পরিষ্কার হবে।’