Indigo Flight Delayed: ‘সিক লিভে’ অধিকাংশ কর্মীরা, সঠিক সময়ে ছাড়ল না কোনও বিমানই, কারণ জানলে হাসবেন আপনিও…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 04, 2022 | 9:12 AM

Indigo Flight Delayed: পর্যাপ্ত সংখ্যক ক্রু অমিল থাকায় ইন্ডিগোর প্রতিটি বিমানই অন্তত ১৫ মিনিট দেরিতে উড়ান শুরু করেছে বলে অভিযোগ। এদিকে, একদিনে এত সংখ্যক বিমান দেরীতে ওড়ার কারণ জানতে চেয়ে ইতিমধ্যেই ইন্ডিগোকে চিঠি পাঠিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ (DGCA)।

Indigo Flight Delayed: সিক লিভে অধিকাংশ কর্মীরা, সঠিক সময়ে ছাড়ল না কোনও বিমানই, কারণ জানলে হাসবেন আপনিও...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: খাতায় কলমে আপনি অসুস্থ। অন্তত অফিসে আপনি তাইই জানিয়েছেন। এদিকে সেই একই দিনে অন্য অফিসে চাকরির পরীক্ষা। কাকতালীয় নয় কি? অবিশ্বাস্য মনে হলেও, সত্য়িই এমন ঘটনা ঘটল এক বিমান সংস্থায়। একই দিনে অসুস্থতার বাহানা দিয়ে উধাও হয়ে গেলেন প্রায় অর্ধেক কর্মী। আর তারই মাশুল গুণতে হল যাত্রীদের। শনিবার সকাল থেকেই ভোগান্তির শেষ ছিল না বিমান যাত্রীদের। নির্দিষ্ট সময়ে ছাড়ছে না কোনও বিমান, এদিকে বিমানবন্দরে ক্রমশ বাড়ছে ভিড়। ইন্ডিগোর প্রায় সমস্ত যাত্রীদেরই অভিজ্ঞতা একই।

বেসরকারি উড়ান সংস্থার বিশৃঙ্খল পরিস্থিতিই বর্তমানে সকলের আলোচ্য বিষয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ইন্ডিগোর প্রায় ৪৫ শতাংশ বিমানই নির্দিষ্ট সময়ে ছাড়েনি। প্রত্যেকটি বিমানের দেরিতে ছাড়ার কারণ একই- অমিল কর্মী। ইন্ডিগো সংস্থার সূত্রে জানা গিয়েছে, শনিবার একাধিক ইন্ডিগোর কর্মীই অসুস্থতা কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। ফলে নির্দিষ্ট সময়ে উড়ান পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যক ক্রু পাওয়া যাচ্ছিল না।

তবে একই সঙ্গে এত সংখ্যক কর্মীর অসুস্থ হয়ে পড়া ঘিরেই সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি খতিয়ে দেখলে জানা যায়, শনিবার এয়ার ইন্ডিয়ায় নিয়োগের পরীক্ষা ছিল। সেই চাকরির পরীক্ষা দিতেই গিয়েছিলেন ইন্ডিগোর অধিকাংশ কেবিন ক্রু। তবে কর্মরত সংস্থায় যদি বলেন যে, অন্য জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছেন, তবে ছুটি মিলবে না স্বাভাবিকভাবেই। সেই কারণেই অসুস্থতার বাহানা।

পর্যাপ্ত সংখ্যক ক্রু অমিল থাকায় ইন্ডিগোর প্রতিটি বিমানই অন্তত ১৫ মিনিট দেরিতে উড়ান শুরু করেছে বলে অভিযোগ। এদিকে, একদিনে এত সংখ্যক বিমান দেরীতে ওড়ার কারণ জানতে চেয়ে ইতিমধ্যেই ইন্ডিগোকে চিঠি পাঠিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ (DGCA)। এখনও অবধি ইন্ডিগোর তরফে কোনও জবাব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে টুইটারে যাত্রীদের অসন্তোষ মেটানোর যথাসাধ্য চেষ্টা করতেই দেখা গিয়েছে তাদের।

উল্লেখ্য, বেসরকারি এই উড়ান সংস্থা অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান মিলিয়ে দৈনিক ১৬০০-রও বেশি উড়ান পরিচালন করে। তবে শনিবার প্রায় ৮০০-রও বেশি উড়ান দেরি করেই ছেড়েছে। করোনা অতিমারির সময় থেকেই কর্মীদের অসন্তোষের মুখে পড়েছে ইন্ডিগো সংস্থা।

 

Next Article