Presidential Election: শরদ পওয়ারই কি রাষ্ট্রপতি ভোটে প্রার্থী? বৈঠক শেষে বিরোধীদের অবস্থান স্পষ্ট করলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 15, 2022 | 6:11 PM

Presidential Election: যাবতীয় জল্পনার কথা খারিজ করে নির্বাচনে প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দিলেন পওয়ার।

Presidential Election: শরদ পওয়ারই কি রাষ্ট্রপতি ভোটে প্রার্থী? বৈঠক শেষে বিরোধীদের অবস্থান স্পষ্ট করলেন মমতা
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club) বৈঠকে বসেছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা। নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে যাঁর নাম ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছে তিনি শরদ পওয়ার (Sharad Pawar)। বিরোধীদের ডাকা বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পওয়ারের প্রার্থী হওয়া নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শরদজি এদিনের বৈঠকে সভাপতিত্ব করেছেন… আমার সকলে ঐক্যমত্যের ভিত্তিতে তাঁকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছি। তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করতে রাজি হন, তবে তাঁকেই নির্বাচনে সর্বসম্মতভাবে সকলে সমর্থন করবে। তিনি যদি রাজি না হন তবে, সকলে মিলে আলোচনা করে অন্য কাউকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে।”

দিল্লির কনস্টিউশন ক্লাবের অ্যানেক্স সেন্টারে মমতার আমন্ত্রণে বৈঠক শুরু হওয়ার পর সূত্র মারফত জানা গিয়েছিল, বৈঠকের শুরুতেই প্রার্থী হওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পওয়ার। উপস্থিত সকলকে তিনি জানিয়েছিলেন, তিনি এখনও ‘রাজনীতিতে সক্রিয়’, সেই কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করতে চান না। সূত্র মারফত জানা গিয়েছিল, বৈঠকে উপস্থিত নেতানেত্রীদের শরদ পওয়ার বলেছিলেন, তিনি এখনও রাজনীতিতে থেকে কাজ করতে চান। কিন্তু বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতার বক্তব্য শোনার পর, শরদের প্রার্থী হওয়া বা না হওয়ার বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

পওয়ার যদি নির্বাচনে প্রার্থী হতে রাজি না হন, তবে তা নিঃসন্দেহে বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য সাময়িক ধাক্কা। কারণ পওয়ারকে প্রার্থী করতে মোটামুটি সব বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যমত্যে পৌঁছেছিল, এখন নির্বাচনের দৌড় থেকে তিনি সরে গেলে নতুন করে অন্য কোনও যোগ্য প্রার্থী খুঁজতে হবে। বৈঠক শেষে মমতা এদিন বলেন, “খুব ভাল সূচনা হয়েছে। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে বসেছিলাম, আগামী দিনে আবারও এমন বৈঠক হবে।” রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা যে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী দেবেন, বৈঠক শেষে সেটাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। আগামী দিনে বিরোধীরা কাকে প্রার্থী করে, সেটাই এখন দেখার।

Next Article