অগাধ ভক্তি! প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দিয়ে দিতে চাইলেন রাজ কুন্দ্রা, তারপর…
Raj Kundra-Premanand Maharaj: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় প্রেমানন্দ মহারাজ। ভক্তরা মুগ্ধ হয়ে তাঁর কথা, জীবন দর্শন শোনেন। বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছেন। সম্প্রতি শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাও গিয়েছিলেন।

মুম্বই: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার। সেই পর্ন কাণ্ড থেকে শুরু করে সম্প্রতি ৬০ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ। এবার বৃন্দাবনে ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েও বিতর্কের মুখে পড়লেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। কী করলেন তিনি?
প্রেমানন্দ মহারাজের অফিশিয়াল চ্যানেলে ভক্তদের ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা গিয়েছিল, প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। সেখানে দেখা যায়, ব্যবসায়ী রাজ কুন্দ্রা প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। বহু মানুষ এটিকে পিআর স্টান্ট বলেও খোঁচা দেয়।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় প্রেমানন্দ মহারাজ। ভক্তরা মুগ্ধ হয়ে তাঁর কথা, জীবন দর্শন শোনেন। বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছেন। সম্প্রতি শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাও গিয়েছিলেন।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায় রাজ কুন্দ্রা বলছেন, “বিগত দুই বছর ধরে আমি আপনাকে ফলো করি। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছেন আপনি। আমি এখানে আসারপথে ভাবছিলাম, কী প্রশ্ন করব আপনাকে? যে প্রশ্নই মাথায় এসেছে, তার উত্তর আপনি ইন্সটাগ্রামে দিয়ে দিয়েছেন। আজকের যুব প্রজন্ম ও সমাজ আপনাকে ফলো করে। আপনার শিক্ষা খুবই উপকারী। এখন আমার কাছে কোনও প্রশ্নই নেই। তবে আমি জানি বিগত দুই দশক ধরে আপনি খারাপ কিডনির সমস্যা নিয়ে রয়েছেন। যদি সাহায্য করতে পারি তবে আমি নিজের কিডনি আপনাকে দান করতে চাই।”
প্রেমানন্দ মহারাজ রাজ কুন্দ্রার কথা শুনে হেসে বলেন, “প্লিজ না, তুমি সুস্থ থাকো, খুশি থাকো…আমি এটাই চাই। ভগবানের আশীর্বাদে আমি ঠিক আছি।”
রাজ কুন্দ্রার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বহু মানুষই একে পিআর স্টান্ট বলেছেন। সমালোচনার মুখে পড়ে রাজ কুন্দ্রা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “অদ্ভুত দুনিয়ায় বাস করি আমরা যেখানে কেউ অন্যের প্রাণ বাঁচানোর জন্য নিজের দেহের অংশ অফার করলেও, তা পিআর স্টান্ট বলে কটাক্ষ করা হয়। যদি সহানুভূতি স্টান্ট হয়, তবে বিশ্ব যেন আরও এরকম দেখে। যদি মানবতা স্ট্রাটেজি হয়, তবে আরও মানুষ যেন তা গ্রহণ করে। আমার অতীত বর্তমান পছন্দকে বদলে দেয় না, তেমনই আমার বর্তমান উদ্দেশ্যও আপনাদের মাপার বিষয় নয়।”
Strange world we live in when someone chooses to offer a part of themselves to save another’s life, it’s mocked as a PR stunt. If compassion is a stunt, may the world see more of it. If humanity is a strategy, may more people adopt it. I’m not defined by labels the media or…
— Raj Kundra (@onlyrajkundra) August 15, 2025

