Aditya Thackeray on Hijab Row: ‘ইউনিফর্ম ছাড়া অন্য পোশাক মানায় না’, হিজাব বিতর্কে মুখ খুললেন শিবসেনা নেতাও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2022 | 3:57 PM

Aditya Thackeray on Hijab Row: শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য় ঠাকরেও মুখ খুললেন হিজাব বিতর্ক নিয়ে। বুধবার তিনি বলেন, "স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়।"

Follow Us

মুম্বই: কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরে ঢুকতে না দেওয়াকে ঘিরেই শুরু হয়েছে হিজাব বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের এহেন আচরণের প্রতিবাদ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজকর্মী। এই ঘটনা ঘিরে বর্তমানে উত্তাল কর্নাটকের পরিস্থিতি।  অবস্থা সামাল দিতে তিনদিনের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। তবে রাজ্যের মধ্য়েই আর বিতর্কের (Hijab Controversy) আঁচ সীমাবদ্ধ নেই, কর্নাটকের বাইরেও বাকি রাজ্যে সেই আঁচ পৌঁছতে শুরু করেছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যান করার দাবি জানিয়েছেন। এবার শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য় ঠাকরে(Aaditya Thackeray)-ও মুখ খুললেন। বুধবার তিনি বলেন, “স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়।”

বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে বলেন, “যেখানে স্কুলে একটি নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়। স্কুল ও কলেজ শিক্ষার কেন্দ্র, এখানে কেবল শিক্ষাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”

শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের প্রভাব পড়া উচিত নয়, একথার উপরে জোর দিয়ে তিনি বলেন, “স্কুল, কলেজে কোনও প্রকার রাজনৈতিক, ধর্মীয় বা এই প্রকার কোনও বিষয়কে টেনে আনা উচিত নয়। শিক্ষাক্ষেত্রে শিবসেনার একটাই ভূমিকা রয়েছে, তা হল সমস্ত স্কুলে উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করা।”

এদিকে, হিজাব বিতর্ক নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “এবার থেকে কি সংঘ পরিবার ও কেন্দ্রের শাসক দলই ঠিক করে দেবে যে একজন কী খাবেন বা কী পরবেন? সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার হচ্ছে। কেন্দ্রের তরফে যে বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান দেওয়া হয়, তার কী হল? নাকি মুসলিম মেয়েদের স্কুল-কলেজে যাওয়া নিয়েই সমস্যা?”

গত জানুয়ারি মাসে কর্নাটকের উদুপিতে একটি কলেজে পাঁচজন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাস করতে বাধা দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। এরপর রাজ্যের অন্যান্য স্কুল-কলেজেও এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ে। বর্তমানে আদালত অবধি জল গড়িয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখতে মঙ্গলবারই তিনদিনের জন্য স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আজ কর্নাটক হাইকোর্টে এই মামলার শুনানি চলছে।

মুম্বই: কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরে ঢুকতে না দেওয়াকে ঘিরেই শুরু হয়েছে হিজাব বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের এহেন আচরণের প্রতিবাদ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজকর্মী। এই ঘটনা ঘিরে বর্তমানে উত্তাল কর্নাটকের পরিস্থিতি।  অবস্থা সামাল দিতে তিনদিনের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। তবে রাজ্যের মধ্য়েই আর বিতর্কের (Hijab Controversy) আঁচ সীমাবদ্ধ নেই, কর্নাটকের বাইরেও বাকি রাজ্যে সেই আঁচ পৌঁছতে শুরু করেছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যান করার দাবি জানিয়েছেন। এবার শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য় ঠাকরে(Aaditya Thackeray)-ও মুখ খুললেন। বুধবার তিনি বলেন, “স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়।”

বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে বলেন, “যেখানে স্কুলে একটি নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়। স্কুল ও কলেজ শিক্ষার কেন্দ্র, এখানে কেবল শিক্ষাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”

শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের প্রভাব পড়া উচিত নয়, একথার উপরে জোর দিয়ে তিনি বলেন, “স্কুল, কলেজে কোনও প্রকার রাজনৈতিক, ধর্মীয় বা এই প্রকার কোনও বিষয়কে টেনে আনা উচিত নয়। শিক্ষাক্ষেত্রে শিবসেনার একটাই ভূমিকা রয়েছে, তা হল সমস্ত স্কুলে উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করা।”

এদিকে, হিজাব বিতর্ক নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “এবার থেকে কি সংঘ পরিবার ও কেন্দ্রের শাসক দলই ঠিক করে দেবে যে একজন কী খাবেন বা কী পরবেন? সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার হচ্ছে। কেন্দ্রের তরফে যে বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান দেওয়া হয়, তার কী হল? নাকি মুসলিম মেয়েদের স্কুল-কলেজে যাওয়া নিয়েই সমস্যা?”

গত জানুয়ারি মাসে কর্নাটকের উদুপিতে একটি কলেজে পাঁচজন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাস করতে বাধা দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। এরপর রাজ্যের অন্যান্য স্কুল-কলেজেও এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ে। বর্তমানে আদালত অবধি জল গড়িয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখতে মঙ্গলবারই তিনদিনের জন্য স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আজ কর্নাটক হাইকোর্টে এই মামলার শুনানি চলছে।
Next Article