মুম্বই: কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরে ঢুকতে না দেওয়াকে ঘিরেই শুরু হয়েছে হিজাব বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের এহেন আচরণের প্রতিবাদ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজকর্মী। এই ঘটনা ঘিরে বর্তমানে উত্তাল কর্নাটকের পরিস্থিতি। অবস্থা সামাল দিতে তিনদিনের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। তবে রাজ্যের মধ্য়েই আর বিতর্কের (Hijab Controversy) আঁচ সীমাবদ্ধ নেই, কর্নাটকের বাইরেও বাকি রাজ্যে সেই আঁচ পৌঁছতে শুরু করেছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যান করার দাবি জানিয়েছেন। এবার শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য় ঠাকরে(Aaditya Thackeray)-ও মুখ খুললেন। বুধবার তিনি বলেন, “স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়।”
বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে বলেন, “যেখানে স্কুলে একটি নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়। স্কুল ও কলেজ শিক্ষার কেন্দ্র, এখানে কেবল শিক্ষাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”
শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের প্রভাব পড়া উচিত নয়, একথার উপরে জোর দিয়ে তিনি বলেন, “স্কুল, কলেজে কোনও প্রকার রাজনৈতিক, ধর্মীয় বা এই প্রকার কোনও বিষয়কে টেনে আনা উচিত নয়। শিক্ষাক্ষেত্রে শিবসেনার একটাই ভূমিকা রয়েছে, তা হল সমস্ত স্কুলে উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করা।”
এদিকে, হিজাব বিতর্ক নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “এবার থেকে কি সংঘ পরিবার ও কেন্দ্রের শাসক দলই ঠিক করে দেবে যে একজন কী খাবেন বা কী পরবেন? সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার হচ্ছে। কেন্দ্রের তরফে যে বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান দেওয়া হয়, তার কী হল? নাকি মুসলিম মেয়েদের স্কুল-কলেজে যাওয়া নিয়েই সমস্যা?”
মুম্বই: কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরে ঢুকতে না দেওয়াকে ঘিরেই শুরু হয়েছে হিজাব বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের এহেন আচরণের প্রতিবাদ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজকর্মী। এই ঘটনা ঘিরে বর্তমানে উত্তাল কর্নাটকের পরিস্থিতি। অবস্থা সামাল দিতে তিনদিনের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। তবে রাজ্যের মধ্য়েই আর বিতর্কের (Hijab Controversy) আঁচ সীমাবদ্ধ নেই, কর্নাটকের বাইরেও বাকি রাজ্যে সেই আঁচ পৌঁছতে শুরু করেছে। ইতিমধ্যেই মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যান করার দাবি জানিয়েছেন। এবার শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য় ঠাকরে(Aaditya Thackeray)-ও মুখ খুললেন। বুধবার তিনি বলেন, “স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়।”
বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে বলেন, “যেখানে স্কুলে একটি নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে অন্য কোনও পোশাকের জায়গা থাকা উচিত নয়। স্কুল ও কলেজ শিক্ষার কেন্দ্র, এখানে কেবল শিক্ষাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”
শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের প্রভাব পড়া উচিত নয়, একথার উপরে জোর দিয়ে তিনি বলেন, “স্কুল, কলেজে কোনও প্রকার রাজনৈতিক, ধর্মীয় বা এই প্রকার কোনও বিষয়কে টেনে আনা উচিত নয়। শিক্ষাক্ষেত্রে শিবসেনার একটাই ভূমিকা রয়েছে, তা হল সমস্ত স্কুলে উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করা।”
এদিকে, হিজাব বিতর্ক নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “এবার থেকে কি সংঘ পরিবার ও কেন্দ্রের শাসক দলই ঠিক করে দেবে যে একজন কী খাবেন বা কী পরবেন? সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার হচ্ছে। কেন্দ্রের তরফে যে বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান দেওয়া হয়, তার কী হল? নাকি মুসলিম মেয়েদের স্কুল-কলেজে যাওয়া নিয়েই সমস্যা?”