Sanjay Raut: ‘দেবেন্দ্র ফড়নবীসও আমাদের ভোট দেবে যদি…’, বিস্ফোরক দাবি শিবসেনা সাংসদের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 13, 2022 | 7:34 AM

Sanjay Raut on Rajya Sabha Election: সঞ্জয় রাউত বলেন,"কিছু ঘোড়া চড়া দামে বিক্রি হয়ে গিয়েছে। আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে তারা অন্য পক্ষকেই সমর্থন জানিয়েছে।"

Sanjay Raut: দেবেন্দ্র ফড়নবীসও আমাদের ভোট দেবে যদি..., বিস্ফোরক দাবি শিবসেনা সাংসদের
বিজেপিকে কটাক্ষ সঞ্জয় রাউতের। ছবি:PTI

Follow Us

মুম্বই: রাজ্যসভা নির্বাচনে মুখ পুড়েছে শিবসেনার। সঞ্জয় পাওয়ারকে হারিয়ে মহারাষ্ট্রের রাজ্য়সভার শূন্যপদ বিরোধী দল বিজেপির ঝুলিতেই চলে গিয়েছে। একদিকে যেখানে এই জয় নিয়ে মত্ত বিজেপি, সেখানেই বিস্ফোরক দাবি করে বসলেন শিবসেনার নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। রবিবার তিনি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীসকে আক্রমণ করে বলেন যে, যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়ন্ত্রণ তাঁদের দলের হাতে দেওয়া হয়, তবে দেবেন্দ্র ফড়নবীসও তাঁদের দলকেই ভোট দেবেন।

রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধনঞ্জয় মহাদিকের এই জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীসকেই। এদিকে, নির্বাচনের আগে থেকেই সঞ্জয় রাউত সহ শিবসেনা নেতারা দাবি করেছিলেন যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে নির্দল ও ছোট ছোট রাজনৈতিক দলগুলির উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে তারা বিজেপিকেই ভোট দেয়।

রাজ্যসভা নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায়, মহারাষ্ট্রের একাধিক নির্দল ও ছোট দলগুলির তরফে বিজেপির প্রার্থীকেই সমর্থন জানানো হয়েছে। রবিবার এই বিষয় নিয়েই অভিযোগ তুলে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “যদি দুই দিনের জন্যও ইডিকে নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়া হয়, তবে দেবেন্দ্র ফড়নবীসও আমাদের ভোট দেবে।”

মহারাষ্ট্রের রাজ্যসভা নির্বাচনে বিজেপির জয়ের আসল কারণ বিধায়ক কেনাবেচাই বলেই দাবি করেছেন সঞ্জয় রাউত। তিনি বলেন,”কিছু ঘোড়া চড়া দামে বিক্রি হয়ে গিয়েছে। আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে তারা অন্য পক্ষকেই সমর্থন জানিয়েছে।” নির্বাচন কমিশনও বিরোধী দলকেই সমর্থন করেছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচন নিয়ে একাধিক অভিযোগের প্রসঙ্গেও শিবসেনার সাংসদ বলেন, “আমরা কেবল নিজেদের অনুভূতিই প্রকাশ করেছি। যারা আমাদের ভোট দেয়নি, তারা যেমন বুঝতে পারছে, তেমনই বিজেপিও বুঝতে পারছে আমরা ঠিক কী বলতে চাইছি। গোটা বিষয়টির উপরই নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও নির্বাচনে হার নিয়ে দুঃখিত।”

Next Article