“আমেরিকানরা ভুল শুধরে ট্রাম্পকে ‘বাই বাই’ বলেছে, ভারতীয়দেরও শিক্ষা নেওয়া উচিত”, মন্তব্য শিবসেনার

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 27, 2020 | 2:05 PM

জোট ভেঙে বেরিয়ে আসার পর থেকেই বিজেপির দিকে একের পর এক আক্রমণের তির ছুড়েছে শিবসেনা। বিহারে নির্বাচনী প্রচারে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত মামলায় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো-দুই পক্ষই একে অপরকে আক্রমণ করার একটি সুযোগও ছাড়েনি।

আমেরিকানরা ভুল শুধরে ট্রাম্পকে বাই বাই বলেছে, ভারতীয়দেরও শিক্ষা নেওয়া উচিত, মন্তব্য শিবসেনার
পরাজয় মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। ছবি সৌজন্যে: গুগল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: “আমেরিকানরা ভুল শুধরে নিয়েছেন, সেটা দেখে আমাদেরও কিছু শেখা উচিত”- নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে এভাবেই কটাক্ষ ছুড়ল একদা শরিক শিবসেনা (Shiv Sena)। দলের মুখপত্র ‘সামনায়’ বলা হয়েছে,”প্রেসিডেন্ট ট্রাম্প (President Donald Trump) কখনওই সে দেশের প্রধানের পদের উপযুক্ত ছিলেন না। আমেরিকানরা মাত্র চার বছরেই নিজেদের ভুল শুধরে নিয়েছে। তিনি একটিও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। আমরা যদি ট্রাম্পের হার থেকে কিছু শিখতে পারি, তবে ভাল হয়।”

জোট ভেঙে বেরিয়ে আসার পর থেকেই বিজেপির দিকে একের পর এক আক্রমণের তির ছুড়েছে শিবসেনা। বিহারে নির্বাচনী প্রচারে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত মামলায় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো-দুই পক্ষই একে অপরকে আক্রমণ করার একটি সুযোগও ছাড়েনি। মার্কিন নির্বাচনে ফল প্রকাশের পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বিজেপিকে একহাত নিল শিবসেনা।

আমেরিকার বেকারত্বের কথা উল্লেখ করে শিবসেনার তরফ থেকে বলা হয়, কোভিড-১৯ (COVID-19)-র থেকেও বেকারত্বের সমস্যা আরও ভয়ঙ্কর। তবুও সমস্যা সমাধানের বদলে তিনি অযৌক্তিকতা, রাজনৈতিক জপ, পরিহাসের উপরই গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রেও দেশের বর্তমান অর্থনীতির হাল, বেকারত্বের সমস্যা নিয়ে পরোক্ষে প্রধানমন্ত্রীকেই কটাক্ষ করে শিবসেনা।

‘সামনায়’ আরও বলা হয়েছে, “আমেরিকায় ইতিমধ্যেই ক্ষমতা বদল হয়েছে। বিহারের হালও শোচনীয়। বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার(Nitish Kumar)-র দল জেডিএউ (JDU)হারছে, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। রাজ্য ও কেন্দ্রে আমরা ছাড়া অন্য কোনও বিকল্প ক্ষমতা নেই-নেতাদের এই ভুল ধারণা থেকে বের করতে সাধারণ মানুষকেই তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।”

নির্বাচনে ফল প্রকাশের পর পরাজয় স্বীকার করতে চাননি ডোনাল্ড ট্রাম্প। পরাজয় অস্বীকারের বিষয়টি নিয়েও কটাক্ষ করে শিবসেনা বলে,”ট্রাম্পকে কতটা আন্তরিকতার সঙ্গে আমাদের দেশে স্বাগত জানানো হয়েছিল, তা ভুললে চলবে না। ভুল মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সংস্কৃতির অংশ নয়, তবুও সেটাই করা হচ্ছে। বাইডেনই (Joe Biden) আমেরিকার প্রধান হবেন।”

প্রধানমন্ত্রী ও বিজেপি (BJP)র ট্রাম্প যোগকে আক্রমণ করে শিবসেনার বক্তব্য, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris) আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ট্রাম্প তাঁর সাফল্যকে ভালো চোখে দেখেননি। তিনি মহিলাদের সম্মান করেন না আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিজেপি তাঁকেই সমর্থন করেন।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুদিনের ভারত সফরে বিপুল অর্থব্যয় নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল বিরোধীরা। সেই ঘটনাকেই আরেকবার মনে করিয়ে দিয়ে শিবসেনার তরফে বলা হয়, “ভারত যেভাবেই ‘নমস্তে ট্রাম্প’ (Namaste Trump)-র আয়োজন করুক না কেন, আমেরিকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা নিজেদের ভুল শুধরে নিয়ে ট্রাম্পকে ‘বাই বাই’ বলেছে।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের সঙ্গে বিহার নির্বাচনের তুলনা টেনে শিবসেনা বলে, মার্কিন নির্বাচনে যেমন বাইডেনের সামনে দাঁড়াতেও পারেননি ট্রাম্প, একইভাবে বিহারের নির্বাচনে তেজস্বী যাদব (Tejashwi Yadav)-র সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতীশ কুমারের মতো নেতারাও দাঁড়াতে পারছেন না।

Next Article