Samajwadi Party: একজোট যাদব পরিবার, অভিমান ভুলে ঘরে ফিরলেন অখিলেশের কাকা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 08, 2022 | 3:33 PM

Samajwadi Party: বৃহস্পতিবার (৮ ডিসেম্বর), মৈনপুরী লোকসভা কেন্দ্রে দুর্দান্ত ফলাফলের মধ্যে, অতীতের সব দ্বন্দ্ব মিটিয়ে সমাজবাদী পার্টিতে ফিরলেন শিবপাল যাদব।

Samajwadi Party: একজোট যাদব পরিবার, অভিমান ভুলে ঘরে ফিরলেন অখিলেশের কাকা
ডিম্পলের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল শিবপালকে

Follow Us

লখনউ: ঘরে ফিরলেন অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদব (Shivpal Yadav)। ভাইপোর সঙ্গে মতানৈক্যের জেরে সমাজবাদী পার্টি (Samajwadi Party) ছেড়ে নিজের পৃথক দল গঠন করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার (৮ ডিসেম্বর), মৈনপুরী লোকসভা কেন্দ্রে সপার দুর্দান্ত ফলাফলের মধ্যে, অতীতের সব দ্বন্দ্ব মিটিয়ে ঘরে ফিরলেন তিনি। তাঁর প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দল মিশে গেল সমাজবাদী পার্টির সঙ্গে।

২০১৮ সালে ভাইপো অখিলেশ যাদবের সঙ্গে দল পরিচালনার বিষয়ে মতানৈক্য হয়েছিল শিবপাল যাদবের। সেই সময় তিনি সপা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ২০১৮ সালের ২৯ অগস্ট নিজের পৃথক দল গড়েছিলেন তিনি। প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দলকে নির্বাচন রাজনৈতিক দল হিসেবে কমিশনে নথিভুক্তও করেছিলেন। লখনউয়ে দলের সদর দফতর স্থাপন করেছিলেন।

কিন্তু, গত কয়েকদিন ধরেই, বিশেষ করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর থেকে একটু একটু করে তাঁর সপায় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। মুলায়ম সিং যাদবের মৃত্যুতেই মৈনপুরী লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। ডিম্পলের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল অখিলেশকে। নির্বাচনে দুর্দান্ত জয় পেতে চলেছেন ডিম্পল। গণনা এখনও চলছে, ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে আছেন তিনি।

বৃহস্পতিবার, ডিম্পল যাদব ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে যাওয়ার পরই, শিবপাল যাদব মৈনপুরীতে মুলায়ম সিং যাদবের স্মৃতি সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “উপনির্বাচনে গোটা পরিবার ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। তাই আমরা বিরাট জয় পেতে চলেছি। এর রের সমস্ত নির্বাচনে যাদব পরিবার ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।”

তাঁর নিজ বিধানসভা কেন্দ্র যশবন্ত নগরও, মৈনপুরী লোকসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত। এর আগে মুলায়ম সিং যাদব যশবন্ত নগর থেকেই ৯০,০০০-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি করেছেন শিবপাল। তাঁর মতে মুলায়মের ভাবনা-চিন্তা এবং তাঁর উন্নয়নের কাজের জন্য়ই যশবন্ত নগর সপা প্রার্থীকে দুইহাতে আশীর্বাদ করেছে। তিনি বলেন, “নেতাজির (মুলায়ম সিং যাদব) জলওয়া এখনও চলছে। মৈনপুরীতে আমরা ২ লক্ষের বেশি ভোটে জিতব।”

Next Article