Sanjay Raut: গুয়াহাটির ‘অফার’ এসেছিল রাউতের কাছেও! বিস্ফোরক শিবসেনা নেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 02, 2022 | 11:50 AM

Sanjay Raut: টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফের বোমা ফাটালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বললেন, গুয়াহাটির জন্য তাঁর কাছেও 'অফার' এসেছিল।

Sanjay Raut: গুয়াহাটির অফার এসেছিল রাউতের কাছেও! বিস্ফোরক শিবসেনা নেতা
ফাইল ছবি: PTI

Follow Us

মুম্বই : মহারাষ্ট্রে রাজনীতির টালমাটাল পরিস্থিতি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ভেঙে পড়েছে মহা বিকাশ আগাড়ি জোট সরকার। তৈরি হয়েছে শিন্ডে-ফড়নবীসের জোটের নতুন সরকার। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শিন্ডে, আর উপমুখ্যমন্ত্রী ফড়নবীস। এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফের বোমা ফাটালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Shivsena Leader Sanjay Raut)। বললেন, গুয়াহাটির জন্য তাঁর কাছেও ‘অফার’ এসেছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এদিকে মহারাষ্ট্রে শিবসেনার এই সঙ্কটের মধ্যেও সঞ্জয় রাউতের পিছু ছাড়ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার প্রায় ১০ ঘণ্টা সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সঞ্জয় রাউতকে। ইডি অফিসে ঢুকেছিলেন তিনি ঢুকেছিলেন বেলা সাড়ে ১১ টা নাগাদ। আর বেরিয়েছেন রাত ১০ টা নাগাদ।

তবে এই নিয়ে বিশেষ চিন্তিত নন সঞ্জয় রাউত। তিনি বলেন, “যদি কোনও তদন্তকারী সংস্থা (ইডি) আমাকে ডেকে পাঠায়, তাহলে একজন সাংসদ এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, তা পালন করা আমার দায়িত্ব। সমস্যা হল এই সময়কে নিয়ে (মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট)। কিন্তু তাঁদের কিছু জায়গায় প্রশ্ন ছিল। তদন্তকারী অফিসাররা আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন। আমিও তাঁদের জানিয়েছি, যদি প্রয়োজন হয় আমি আবার যাব।”

শিবসেনা নেতা এও স্পষ্ট করে দিয়েছেন, বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলব নিয়ে কোনওভাবেই উদ্বিগ্ন নন তিনি। বলেছেন, “গুয়াহাটির জন্য অফার আমার কাছেও এসেছিল। কিন্তু আমি বালাসাহেব ঠাকরের অনুগামী। সেই কারণে আমি সেখানে যাইনি। যখন সত্য আপনার সঙ্গে আছে, তখন আপনার ভয় কীসের?” বার বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে কি কোনও রাজনৈতিক কারণ রয়েছে? এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনও উত্তর দেননি সঞ্জয় রাউত। বলেন, “সেটি পরবর্তী সময়ে বোঝা যাবে। আমি আশা রাখি, আমি এমন এক সংস্থার মুখোমুখি হচ্ছি, যারা নিরপেক্ষ এবং তাদের উপর আমার আস্থা আছে।”

Next Article