মুজফ্ফরনগর: এলাকায় জুয়া খেলার রমরমা। তা নিয়ে প্রায়শই অভিযোগ আসে। জুয়া খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটে অহরহ। সে জন্য জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা স্থানীয় থানাকে নির্দেশ দিয়েছিলেন অবৈধ জুয়া কারবারের ব্যবস্থা নিতে। কিন্তু ব্যবস্থা কী ভাবে নেবেন! থানার কনস্টেবল থেকে স্টেশন হাউস অফিসার। সকলেরই বিরুদ্ধেই অবৈধ জুয়া কারবারের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ। এমনকি জুয়ার কারবারকে তুলে ধরার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। অবৈধ জুয়ার সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগে তিন কনস্টেবল এবং স্টেশন হাউস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশ ঘটনা নিয়ে বিভাগীয় তদন্তও শুরু করেছে পুলিশ। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে।
উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে রয়েছে নাগরা থানা। সেই থানার পুলিশকর্মীদের বিরুদ্ধেই জুয়াচক্রের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ। ওই থানার অন্তর্গত সরজু গ্রামে জুয়ার আসর নিয়ে অভিযোগ ছিল। সেই আসরেই চার পুলিশকর্মী ছিলেন বলে অভিযোগ। এর পরই তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। সেখানকার পুলিশ সুপার বিনীত জয়সওয়াল এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সে জেলার ডেপুটি পুলিশ সুপার এ বিষয়ে বলেছেন, “তিন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। স্টেশন হাউস অফিসারকে পদ থেকে সরিয়ে পুলিশলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ওই থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল জুয়াচক্রের ব্যাপারে ব্যবস্থা নিতে। জেলা আধিকারিকরা এই নির্দেশ দিয়েছিলেন। এর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।