ভাদোহি: স্মার্ট ফোন (Smart Phone) কিনলেই মিলবে বিয়ার ক্যান (Beer Can)। শুনতে অবাক লাগছে? দোলের সময় এমনই অফারের ঘোষণা করেন ভাদোহি এলাকার এক ফোন বিক্রেতা। আর এই অফার শুনেই তাঁর ফোনের দোকানে ক্রেতাদের লাইন পড়ে যায়। বলা যায়, স্মার্ট ফোনের বিনিময়ে বিয়ার ক্যান পেতে রীতিমতো ভিড় জমে যায় মদ্যপ্রেমীদের। ভিড় এতটাই জমে যে, বিয়ার ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে হুড়োহুড়িও পড়ে যায়। গণ্ডগোলও শুরু হয়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ছুটতে হয় পুলিশকে। তারপর এই বিশেষ অফারের বড় খেসারত দিতে হল ওই দোকানদারকে।
জানা গিয়েছে, ওই মোবাইল দোকানটি অবস্থিত উত্তরপ্রদেশের ভাদোহি এলাকার চৌরি রোডে। দোকানের মালিক রাজেশ মৌর্য দোলের দিন, ৭ মার্চ পর্যন্ত স্মার্ট ফোনের বিনিময়ে বিয়ার দেওয়ার ঘোষণা করেন। একটি নয়, একসঙ্গে দুটি বিয়ার ক্যান দেওয়ার ঘোষণা করেন তিনি। রীতিমতো পোস্টার দিয়ে, লিফলেট বিলি করে স্মার্টফোনের কিনলে বিয়ার ক্যান দেওয়ার অফারের ঘোষণা করেন রাজেশ। এই ঘোষণার পরই সোমবার সকাল থেকে রাজেশের দোকানে ভিড় জমে যায়। একেবারে স্মার্টফোন কিনলে দুটি বিয়ার ক্যান পাওয়ার অফার লুফে নিতে মদ্যপ্রেমীদের মধ্যে হুড়োহুড়িও পড়ে যায়। তারপর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোতয়ালি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দোকানদার রাজেশ মৌর্য সহ বহু ক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
কোতয়ালি থানার স্টেশন হাউস অফিসার অজয় কুমার শেঠ জানান, স্মার্ট ফোনের বদলে বিয়ার ক্যান দেওয়ার ঘোষণার পরই তাঁর (রাজেশ মৌর্য) ফোনের দোকানে ক্রেতাদের ভিড় জমে যায়। বিষয়টি জানতে পেরে এসপি অনিল কুমার এব্যাপারে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
এসপি-র নির্দেশে সোমবার সন্ধ্যাতেই কোতয়ালি থানার পুলিশ অভিযুক্ত দোকানদার রাজেশ মৌর্যকে গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে জনগণের শান্তি বিঘ্নিত করার ধারায় মামলা দায়ের করে। তাঁর দোকানটিও সিল করে দেওয়া হয়েছে।