দ্রুত শিশুদের ফাইজ়ার টিকা দেওয়া উচিত, আবেদন কেজরীবালের

দেশের অনুমোদিত কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক এখনও শিশুদেহে প্রয়োগের ছাড়পত্র পায়নি।

দ্রুত শিশুদের ফাইজ়ার টিকা দেওয়া উচিত, আবেদন কেজরীবালের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 27, 2021 | 9:19 PM

নয়া দিল্লি: করোনার তৃতীয় ঢেউ (COVID third Wave) অনিবার্য। এ কথা জানিয়েছেন খোদ কেন্দ্রের বিজ্ঞান উপদেষ্টা ডঃ কে বিজয়রাঘবন। চিকিৎসকদের একাংশের মতে, সেই ঢেউয়ে অধিক আক্রান্ত হবে শিশুরা। কারণ, শিশুদের জন্য দেশে কোনও ভ্যাকসিন নেই। তবে মার্কিন টিকা নির্মাতা সংস্থা ফাইজ়ার জানিয়েছে, দ্রুত ভারতের ১২ ঊর্ধ্বদের টিকা দিতে প্রস্তুত তারা। সেই খবর পেতেই টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আবেদন, “দ্রুত এই ভ্যাকসিনে চুক্তি করা উচিত আমাদের।”

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছিল, কেন্দ্রের সঙ্গে ফাইজ়ারের ফাস্টট্র্যাক অনুমোদন নিয়ে কথাবার্তা চলছে। শিশুদের টিকা সঙ্কটও মেটাতে পারে ফাইজ়ার প্রতিষেধক। কারণ ইতিমধ্যেই আমেরিকা ও কানাডায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছে ফাইজ়ার।

দেশের অনুমোদিত কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক এখনও শিশুদেহে প্রয়োগের ছাড়পত্র পায়নি। যদিও কোভ্যাক্সিন ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ট্রায়ালের জন্য আবেদন করেছে। নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পালও জানিয়েছেন, দ্রুত শিশুদের ওপর ট্রায়াল শুরু হবে এই প্রতিষেধকের। তবে চিকিৎসকদের একাংশ তৃতীয় ওয়েভে শিশুদের চিন্তার কথা বললেও এখনও সেই তত্ত্বে বিশ্বাসী নন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, এখনও এই বিষয়ে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘টিকা না নিলে আগামী মাসের বেতন বন্ধ’, সরকারি নির্দেশিকায় হইচই