নয়া দিল্লি: লন্ডনে ভারতীয় হাই কমিশনের দফতরে রবিবার চড়াও হয় খালিস্তানপন্থীরা। সেখানে জানালার কাচ ভাঙচুর করা হয়। বিল্ডিংয়ের জাতীয় পতাকাও নামিয়ে দেয় তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। এমনকী ভারতে ব্রিটেনের আধিকারিককে ডেকে পাঠানো হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। গতকালের এই ঘটনার পর আজ দিল্লিতে ব্রিটিশ হাই কমিশনের সামনে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ-বিক্ষোভ দেখালেন শিখ সম্প্রদায়ের নাগরিকরা। আর এই ভিডিয়ো নিজের
টুইটার থেকে শেয়ার করেছেন বিজেপি নেতা মানজিন্দর সিং সিরসা।
তিনি শিখ সম্প্রদায়ের এই প্রতিবাদ,মিছিলের ভিডিয়ো টুইট করে বলেছেন, “ভারতের শিখরা ব্রিটিশ হাইকমিশনে তাঁদের প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে একটি জোরালো এবং স্পষ্ট বার্তা দিয়েছে। ভারত আমাদের মাতৃভূমি এবং শিখরা দেশ ও তিরঙ্গার পাশে রয়েছে।” দিল্লির চাণক্যপুরীতে ব্রিটিশ হাই কমিশন। সেখানেই তেরঙ্গা হাতে জড়ো হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষ।
Sikhs of India have given a loud and clear message to the world through their protest at British High Commission…
India is our homeland and Sikhs stand with the nation and Tiranga ??@ANI @ZeeNews @PTI_News @republic pic.twitter.com/kt80QluRzV
— Manjinder Singh Sirsa (@mssirsa) March 20, 2023
ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। তাঁরা স্লোগান তুলছেন, “ভারত হামারা স্বাভিমান হ্যায় (ভারত আমাদের গর্ব)”। তাঁরা বলেছেন, জাতীয় পতাকার প্রতি কোনওরকমের অসম্মান তাঁরা সহ্য করবেন না। বিজেপি নেতা মানজিন্দর সিং সিরসা এই প্রতিবাদের সমর্থনে বলেছেন, “‘আমরা ভারতকে ভালোবাসি’। আমরা কিছু লোককে আমাদের দেশের সঙ্গে সমগ্র সম্প্রদায়ের বন্ধনকে বদনাম করতে বা দুর্বল করতে দেব না।”