Travel Advisory: সিকিম যাওয়ার প্ল্যান থাকলে স্থগিত করুন, পর্যটকদের জন্য জারি নির্দেশিকা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 07, 2023 | 12:53 AM

Sikkim Travel: উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় পর্যটকেরা যে আটকে রয়েছেন, তাঁদের নেমে আসার ব্যাপারে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে যেন কোনও পর্যটকের থেকে ট্যাক্সি ভাড়া বা হোটেল ভাড়া অতিরিক্ত না নেওয়া হয়, সেই ব্যাপারেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তামাং।

Travel Advisory: সিকিম যাওয়ার প্ল্যান থাকলে স্থগিত করুন, পর্যটকদের জন্য জারি নির্দেশিকা
সিকিম ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি।
Image Credit source: PTI

Follow Us

গ্যাংটক: লোনক হ্রদ ও তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে উত্তর সিকিমের চুংখাম এলাকার বিস্তীর্ণ অঞ্চল। ভেসে গিয়েছে ঘর-বাড়ি, হোটেল, রাস্তা। জাতীয় সড়ক পর্যন্ত ধসে গিয়েছে। বহু পর্যটক লাচেন, লাচুং এলাকায় আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে এবার পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা (Travel Advisory) জারি করল সিকিম সরকার। এর মধ্যে সিকিম যাওয়ার পরিকল্পনা থাকলে আপাতত স্থগিত করার আবেদন জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শুধু তাই নয়, উত্তর সিকিমের বিশেষ কয়েকটি স্থানে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার (Sikkim Government)।

সিকিম সরকারের তরফে জারি করা ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা হয়েছে, বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকেরা সিকিম যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখুন। এছাড়া উত্তর সিকিমে পর্যটকদের জনপ্রিয় গন্তব্য, সোমগো লেক, বাবা মন্দির এবং নাথুলায় পর্যটকদের যাওয়ার পারমিট দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার। শুক্রবার ৬ অক্টোবর এই নির্দেশিকা জারি করার সময় থেকেই এটি কার্যকর করা হয়েছে বলে সিকিম সরকারের তরফে জানানো হয়েছে।

লাচেন, লাচুং এলাকায় এখনও বহু পর্যটক যে আটকে রয়েছেন, সে কথা স্বীকার করে নিয়েছে সিকিম সরকার। তবে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হচ্ছে এবং বন্যা কবলিত এলাকার উপর সর্বক্ষণ নজর রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তামাং। একইসঙ্গে রাজ্যের ট্রাভেল এজেন্ট, হোটেলিয়ার্স, টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার-সহ পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলকে এই দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় পর্যটকেরা যে আটকে রয়েছেন, তাঁদের নেমে আসার ব্যাপারে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে যেন কোনও পর্যটকের থেকে ট্যাক্সি ভাড়া বা হোটেল ভাড়া অতিরিক্ত না নেওয়া হয়, সেই ব্যাপারেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তামাং।

লাচেুং, লাচেন-সহ বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের সবরকম সাহায্য করা হচ্ছে সিকিম সরকারের তরফে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফোনের নেটওয়ার্কও নেই। ফলে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকেরা তাঁদের পরিবার, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাঁরা যাতে পরিবার, প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন সেজন্য শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনীর তরফে স্যাটেলাইট ফোন ব্যবহার করতে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে লোনক হ্রদে হিমবাহ বিস্ফোরণ ঘটে, ভয়াবহ বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমের মঙ্গন জেলার চুংথাম এলাকায়। তারপর বুধবার ভোররাতে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিয়ে যায় তিস্তা। এই ভয়াবহ বিপর্যয়ের পরই দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। পরিস্থিতি মোকাবিলায় নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে সেনাবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। কন্ট্রোল রুম খোলে সিকিম সরকার। কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

Next Article