TV9 বাংলা ডিজিটাল: মাঝে আর মাত্র একটা দিন। অতিমারির হুমকিকে মাথায় নিয়েও আলোকমালায় সেজে উঠবে গোটা দেশ। শনিবারই আলোর উৎসব দীপাবলি। শুক্রবার ধনতেরাস (Dhanteras)। তার আগে লক্ষ্মীবারে দেশের আর্থিক পরিস্থিতি চাঙ্গা করতে নতুন প্যাকেজ (Stimulus Package) ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। ‘আত্মনির্ভর ৩.০’ (Atmanirbhar 3.0) উৎসাহপ্রদানকারী এই প্যাকেজে ১২টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন বৃহস্পতিবার। সীতারামন জানান, এই আত্মনির্ভর ভারত রোজগার যোজনা নতুন নতুন কাজের জায়গা তৈরি করবে। বাড়বে কর্মসংস্থান।
যেসব সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন বা ইপিএফও (EPFO) নথিভূক্ত, তারা নতুন কর্মী নিয়োগ করলে তাঁদের যদি ১৫ হাজার টাকার কম বেতন হয় তাঁরাও এই সুবিধা পাবে। গত ১ অক্টোবর থেকে নিয়োগের ক্ষেত্রে মিলবে এই সুবিধা। ২০২১ সালের জুন মাস পর্যন্ত এই স্কিম বহাল থাকবে। সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে।
If new employees of requisite number are recruited from October 1, 2020 to June 30, 2021, the establishments will be covered for the next two years: Finance Minister Nirmala Sitharaman https://t.co/fmmeP8PqiF pic.twitter.com/gSTaGQumLJ
— ANI (@ANI) November 12, 2020
এই অতিমারির সময়ে যে সব সংস্থা নতুন করে নিয়োগ করবে তারা যেমন উপকৃত হবে, একইভাবে গত কয়েক মাসে কাজ হারিয়েছেন যাঁরা, তাঁরাও নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। তবে এই সুবিধা পেতে গেলে সংস্থায় ৫০ জনের কম কর্মচারী থাকলে অন্তত পক্ষে দু’জন নতুন কর্মচারী হতে হবে। ৫০ জনের বেশি কর্মচারী থাকলে সেক্ষেত্রে কমপক্ষে পাঁচজন নতুন হতে হবে।
অন্যদিকে যে সব সংস্থায় ১ হাজার কর্মচারী, যাঁরা মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করেন তাদের নাম ইপিএফও’র আওতায় থাকলে যে ১২ শতাংশ কর্মচারী ও ১২ শতাংশ সংস্থাকে দিতে হতো, সেই ২৪ শতাংশ কেন্দ্র সরকার দেবে।